‘নতুন ড্রেস কেনা হয়নি, তাই জন্মদিনের পোশাকেই...,’ জন্মদিনে নগ্ন ছবি পোস্ট করে লিখলেন অভিনেত্রী
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
জন্মদিনে নতুন ড্রেস নেই বলে আজব কাণ্ড ঘটালেন অ্যাভেনঞ্জার্স খ্যাত জনপ্রিয় অভিনেত্রী গোয়েনথ প্যালট্রো, পোস্ট করলেন নগ্ন ছবি
advertisement
1/6

জন্মদিন অথচ কোনও নতুন ড্রেস নেই ৷ কিন্তু জন্মদিনে একটা ছবি পোস্ট না করলে চলে? ফ্যান, সহকর্মী, বন্ধুদের শুভেচ্ছাবার্তার উত্তর তো দিতে হবে! তা বলে পুরনো ড্রেসে ছবি নৈব নৈব চ ৷ সবদিক ভেবে পোস্ট করলেন আজব ছবি ৷ তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া ৷
advertisement
2/6
জন্মদিনে নতুন ড্রেস নেই বলে আজব কাণ্ড ঘটালেন অ্যাভেনঞ্জার্স খ্যাত জনপ্রিয় অভিনেত্রী গোয়েনথ প্যালট্রো (Gwyneth Paltrow) ৷ জন্মদিনে নতুন পোশাক নেই বলে সোজা জন্মদিনের পোশাকেই অর্থাৎ সম্পূর্ণ নগ্ন হয়ে ছবি তুলে পোস্ট করলেন ইনস্টাগ্রামে ৷
advertisement
3/6
৪৮ বছরে পা দিলেন গোয়েনথ ৷ ইনস্টায় নিজের নগ্ন ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে অভিনেত্রী লিখেছেন, আজ জন্মদিনের পোশাকেই ছবি... সবাইকে শুভেচ্ছা পাঠানোর জন্য ধন্যবাদ ৷
advertisement
4/6
একইসঙ্গে নিজের লাইফস্টাইল প্রোডাক্টের কোম্পানি ‘গুপ’ (Goop)-এর নামও পোস্টে উল্লেখ করেছেন গোয়েনথ ৷ লেখেন, ‘গুপ-এর নতুন বডি বাটারের গুণও আমাকে সাহস যুগিয়েছে সমস্ত আবরণ সরিয়ে ফেলতে..’
advertisement
5/6
গোয়েনথ প্যালট্রো-এর নগ্ন সৌন্দর্যে মুগ্ধ অনুরাগীরা ৷ অনেকে সমালোচনা করলেও ডেমি মুর, নাওমি স্কটের মতো অভিনেত্রীরা প্রশংসায় ভরিয়েছেন পর্দার পেপার পটসকে ৷
advertisement
6/6
‘আয়রন ম্যান’ সিনেমায় পেপার পটসের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন গোয়েনথ ৷ তবে ১৯৯৮ সালে ‘শেক্সপিয়ার ইন লাভ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন এই জনপ্রিয় হলিউড অভিনেত্রী ৷