জরায়ু বাদ পড়েছে, সন্তানধারণের ক্ষমতা হারিয়েছে শরীর, জানিয়ে দিলেন অনুষ্কা...
Last Updated:
advertisement
1/8

অনেকদিন ধরে জরায়ুর টিউমারে শরীরে ধকল বাড়ছিল৷ ফুলে উঠল পেট৷ মনে হচ্ছিল যেন সন্তানধারণ করেছেন৷ কিন্তু আদতে পেটে বাসা বেধেঁছিল অজস্র টিউমার৷ অস্ত্রোপচার করে সব বাদ দিলেন অনুষ্কা৷ দুটি অপরেশনের হয়েছে তাঁর শরীরে৷
advertisement
2/8
টিউমার বাদ দেওয়া ও তারই সঙ্গে জরায়ু বাদ দিয়েছেন ডাক্তারবাবু৷ শরীর থেকে ১৩টি টিউমার বের করা হয়েছে৷ জানিয়েছেন অনুষ্কা৷
advertisement
3/8
তিনি লিখেছেন, প্রথমে খুব ভয় পয়েছিলাম৷ মনে হচ্ছিল জরায়ু বাদ হলে আর কোনওদিনই সন্তান জন্ম দিতে পারব না৷ প্রশ্ন উঠবে আমার নারীত্ব নিয়ে৷ কিন্তু বহুদিন এই সমস্যা আমার শরীরে প্রভাব ফেলছিল৷ মাসে প্রায় ১০ দিন ধরে আমার ঋতুস্রাব চলত৷
advertisement
4/8
চিকিৎসক আমায় ওষুধ দিয়েছিলেন৷ তার থেকে মাইগ্রেনের ব্যাথা বাড়ত৷ অসহ্য কোমর ব্যাথায় কষ্ট পেতাম৷ আপাতত সেইসব থেকে মুক্তি পেলাম৷ বাড়ির সকলেই খুব আন্তরিক ও আমার সেবা করছে৷
advertisement
5/8
আপাতত সেইসব থেকে মুক্তি পেলাম৷ বাড়ির সকলেই খুব আন্তরিক ও আমার সেবা করছে৷
advertisement
6/8
রবি শঙ্কর কন্যা অনুষ্কা বিশ্বখ্যাত সেতার শিল্পী৷ তাঁর দুই সন্তান৷ জরায়ুর সমস্যার জন্য সন্তান জন্মের সময় তিনি খুবই কষ্ট পেয়েছেন৷
advertisement
7/8
এবার আর সেই কষ্ট তিনি নিতে চাননি৷ অস্ত্রোপচারের পর অনুষ্কা সকলের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন৷ সেখানে তিনি জানিয়েছেন যে মেয়েদের জরায়ুর সমস্যার কথা খোলাখুলি বলা হয় না৷
advertisement
8/8
তিনিই তাঁর অভিজ্ঞতা জানিয়েছেন৷ এবং বলেছেন যে সন্তান জন্ম দেওয়ার জন্য মেয়েদের সব মুখ বুজে সহ্য করার কথা বলা হয়৷ তবে তাঁর আর বলতে ভয় নেই যে তিনি নিজের শরীরের কথা ভেবেই এই কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন৷