TRENDING:

স্তন ও নাভির দু’পাশে কী করে আটকে ছিল পোশাকটি? উত্তর দিলেন খোদ প্রিয়াঙ্কাই

Last Updated:
advertisement
1/8
স্তন ও নাভির দু’পাশে কী করে আটকে ছিল পোশাকটি? উত্তর দিলেন খোদ প্রিয়াঙ্কাই
• ৬২তম গ্র্যামির মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ একদিকে তাঁর সুপার সেক্সি আর বোল্ড লুকের জন্য প্রশাংসাবাণী আবার অন্যদিকে একের পর এক সমালোচনাতেও বিদ্ধ হতে হয়েছে দেশি গার্লকে ৷
advertisement
2/8
• ২০২০ সালের গ্র্যামি মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চের সমস্ত লাইম লাইট নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন অবলীনায় ৷ তার পিছনে একমাত্র কারণ ছিল ডিজাইনার রাল্ফ অ্যান্ড রুসোর ডিজাইন করা একটি সাদা গাউন ৷
advertisement
3/8
• ডিপ নেকলাইনের সেই গাউনের সামনের দিকটি প্রায় উন্মুক্ত ৷ সেখান দিয়েই স্পষ্ট প্রিয়াঙ্কার বক্ষ খাঁজ ও নাভি দেশ ৷ নাভিতে আবার জ্বলজ্বল করছিল একটি ক্রিস্টাল ৷
advertisement
4/8
• কিন্তু কী করে অত বড় একটা মঞ্চে, হাজার হাজার দর্শক আর ক্যামেরার সামনেই অত সাহসী একটি পোশাক পরেছিলেন তিনি, সেটাই প্রশ্ন করা হয়েছিল পিগি চপসকে ৷
advertisement
5/8
• সম্প্রতি US Weekly-র একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান এর পুরো কৃতিত্বই ‘টুল্লে’ (Tulle) নামের একটি জিনিসের ৷ যা চামড়ার রঙের সঙ্গে একেবারে মিশিয়ে বানানো হয় ৷
advertisement
6/8
• এটাই পোশাকটিকে ঠিক জায়গায় ধরে রাখতে সাাহয্য করেছিল ৷ এই জিনিসটি অনেকটা নেটিংয়ের মতো করে ব্যবহার করা হয় ৷ কোনওভাবেই ক্যামেরা বা খালি চোখে যা ধরা পড়ে না ৷
advertisement
7/8
• পাশাপাশি নিজের ডিজাইনার রাল্ফ অ্যান্ড রুসো-কেও কৃতজ্ঞতা জানান প্রিয়াঙ্কা ৷ জানান, ‘‘আমার ডিজাইনার যতক্ষণ না আত্মবিশ্বাসী হচ্ছেন ততক্ষণ আমি এক্সরিরিমেন্ট করি না ৷ রাল্ফ রুসো জানিয়েছিলেন, ওয়ার্ডরোব ম্যালফ্যাংশনের কোনও জায়গাই নেই ৷’’
advertisement
8/8
• পাশাপাশি প্রিয়াঙ্কা নিজেও কোনও পোশাক পরার আগে পুরোপুরি তৈরি হয়ে নিতে পছন্দ করেন বলে জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আমি কখনও নাভার্স হতে পছন্দ করি না ৷ ফলে দরজার বাইরে পা দেওয়ার আগে নিজে সম্পূর্ণ সিকিওর হলে তবেই সিদ্ধান্ত নিই ৷’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
স্তন ও নাভির দু’পাশে কী করে আটকে ছিল পোশাকটি? উত্তর দিলেন খোদ প্রিয়াঙ্কাই
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল