যে পাঁচটি ডিটেকটিভ সিরিজ নেটফ্লিক্সে আজই দেখে ফেলা দরকার
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সিনেমা হল যতদিন বন্ধ হয়ে পড়ে আছে, ততদিন পর্যন্ত বাড়ির এন্টারটেইমেন্টই ভরসা।
advertisement
1/5

• দা এলিয়ানিস্ট: নেটফ্লিক্স এটিকে ডিটেকটিভ সিরিজ না বললেও এটি একটি ডিটেকটিভ সিরিজই। এখানে ডিটেকটিভ নিজেকে পরিচয় দেন একজন এলিয়েনিস্ট হিসাবে। আধুনিক যুগের একেবারে শুরুর দিকের পটভূমিতে তৈরি এই সিরিজটি আকর্ষণীয়।
advertisement
2/5
• শার্লক: বিবিসির জন্য নির্মিত শার্লক হোমসের আধুনিক ডিটেকটিভ সিরিজটি সম্পূর্ণ রয়েছে নেটফ্লিক্সে, মানে সবকটি সিজন। শার্লকের ভূমিকায় এখানে অভিনয় করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। এটি এককথায় শ্রেষ্ট ডিটেকটিভ সিরিজ।
advertisement
3/5
• লুসিফার: খ্রিস্টান মিথ অনুসারে, লুসিফার হলেন নরকের রাজা। সেই নরকের রাজা নেমে এসেছেন মাটিতে, জড়িয়ে পড়েছেন এক মহিলা ডিটেকটিভের সঙ্গে ক্রাইম সলভ করার নেশায়। অগাস্টের ২১ তারিখে এটির চার নম্বর সিজনটি আসছে।
advertisement
4/5
• জেসিকা জোনস: মার্ভেল কমিকসের সিজির এটি। জেসিকা জোনস নামে এক মহিলা, তাঁর সুপার পাওয়ার ব্যবহার করে ক্রাইম সলভ যেমন করে তেমনই অন্যদিকে নিজের জীবনের অনেক ধাপও পেরিয়ে যায়।
advertisement
5/5
• দ্যা রিয়েল ডিটেকটিভ: এটি একটি ডকু–ড্রামা। এটিতে সত্যিকারের ডিটেকটিভরা তাঁদের জীবনের শ্রেষ্ট কেসগুলিতে এক একটি এপিসোডে বর্ণনা করেন এবং সেটি চিত্রনাট্য করে দেখানোও হয়। এটিও আকর্ষণীয় একটি সিরিজ। ছোট্ট, কিন্তু মনকাড়া।