মাত্র ৩৪ বছরেই প্রয়াত পপ গায়িকা সোফি, শোকের ছায়া
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সঙ্গীত জগতের পাশাপাশি তিনি তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার্থে অন্দোলন চালিয়ে গিয়েছেন।
advertisement
1/5

•ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিল ৩৪ বছর গায়িকা সোফির প্রাণ। গানের পাশাপাশি তিনি প্রযোজক হিসেবেও কাজ করতেন।
advertisement
2/5
•তাঁর মৃত্যুর পর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে জানানো হয় যে এক বীভৎস দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে সোফির। তিনি পূর্ণিমার চাঁদ দেখতে এক উঁচু জায়গায় উঠেছিলেন, সেখান থেকে পা পিছলে পড়ে যান। এমনই উল্লেখ করা হয়েছে।
advertisement
3/5
•তাঁর বাড়ি গ্রিসের এথেন্সে শনিবার ভোর ৪-টে মৃত্যু হয় গ্র্যামি মোননীত এই শিল্পীর।
advertisement
4/5
•বিশ্বখ্যাত গায়িকা ম্যাডোনার সঙ্গে তিনি কাজ করেছেন। ২০১৫-এ তাঁদের যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছিল তাঁদের অ্যালবাম।
advertisement
5/5
•সঙ্গীত জগতের পাশাপাশি তিনি তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার্থে অন্দোলন চালিয়ে গিয়েছেন।