Hina Khan: কাজল কালো চোখ আর লাল ঠোঁটে ভক্তরা জব্দ, হিনার মন মাতানো রূপ ভাইরাল
- Published by:Raima Chakraborty
Last Updated:
এবার একটু অন্যরকম সাজার টিপস দিলেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। তাঁর সাম্প্রতিক ছবি সব ভাইরাল। (Hina Khan)
advertisement
1/11

নতুন নতুন মেক-আপ ও সাজ সব মেয়েরই পছন্দ। এবার একটু অন্যরকম সাজার টিপস দিলেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। তাঁর সাম্প্রতিক ছবি সব ভাইরাল। (Hina Khan)
advertisement
2/11
চোখের কাজলে পাখির ডানা, সঙ্গে লাল ঠোঁটের জাদু।
advertisement
3/11
একেবারে হাল্কা সাজ, শুধু চোখের হাল্কা মেক-আপ।
advertisement
4/11
ন্যুড মেক-আপে বাজিমাত।
advertisement
5/11
হাল্কা চোখের মেক-আপ সঙ্গে গাঢ় বেগুনি ঠোঁট।
advertisement
6/11
চোখের মেক-আপ ও জ্বলজ্বলে ঠোঁটের সাজ।
advertisement
7/11
কাজল কালো চোখ ও ব্লাশ পিঙ্ক লিপস্টিক পরেছেন হিনা।
advertisement
8/11
হাল্কা মেক-আপেও নজরকাড়া নায়িকার রূপ।
advertisement
9/11
গাঢ় কালো চোখ ও পিঙ্ক লিপস্টিকে মোহময়ী।
advertisement
10/11
পিচ রঙের লিপস্টিক ও আইশ্যাডোর কারসাজি।
advertisement
11/11
চোখে কাজল ও ন্যুড সাইনি লিপস্টিক পরেছেন হিনা খান।