Hina Khan : শ্বেতশুভ্র পোশাকে শরীরী হিল্লোল হিনার! ত্বন্বী চেহারায় নেট দুনিয়ায় পারদ চড়ালেন ডিভা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Hina Khan : কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও স্টাইলের জন্যই নজর কেড়েছিলেন হিনা খান।
advertisement
1/11

হিন্দি টেলিভিশন অভিনেত্রীদের মধ্যে ফ্যাশনিস্তা হলেন হিনা খান। স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে কী ভাবে এক নম্বরে থাকতে হয়, তা তাঁর জানা।
advertisement
2/11
এবার সাদা কোঅর্ড সেটে নজর কাড়লেন হিনা খান। সাদা ফ্লেয়ার্স প্যান্টের সঙ্গে ক্রপটপ আর জ্যাকেটয এই লুকেও ফ্যাশনিস্তা তিনি।
advertisement
3/11
করসেট লেগে আছে গায়ের সঙ্গে। তার সঙ্গে স্কার্ট ও কেপ। পারদ চড়ালেন হিনা খান।
advertisement
4/11
ক্যাজুয়াল লুকেও তিনি হিট। কার্গো প্যান্টের সঙ্গে লুজ টিশার্টে বাজিমাত হিনার।
advertisement
5/11
ফেদার ড্রেসের সঙ্গে মানানসই সাজ। হিনার ত্বন্বী চেহারায় মজেছে নেটিজেন।
advertisement
6/11
এথনিক লুকে তাঁর দিক থেকে নজর ফেরানো কঠিন। সাদা সোনালি লেহেঙ্গায় স্নিগ্ধ সাজ হিনার।
advertisement
7/11
সমুদ্র সৈকতে হিনার একলা সময়। স্লিটেড স্কার্ট ও লেস দেওয়া টপে ফ্যাশনিস্তা অভিনেত্রী।
advertisement
8/11
সাদা সূতির পোশাকের সঙ্গে জাঙ্ক গয়না। আদতেই হিনা ফ্যাশন ডিভা।
advertisement
9/11
সাদা রঙের ড্রেসের সঙ্গে স্টিলেটো। পারদ চড়াচ্ছেন ফ্যাশন ক্যুইন।
advertisement
10/11
বিগবসেও নজর কাড়েন তিনি। ফার্স্ট রানার আপ হলেও, বিজেতার খ্যাতিকে ছাপিয়ে গিয়েছেন হিনা।
advertisement
11/11
কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও স্টাইলের জন্যই নজর কেড়েছিলেন হিনা খান।