TRENDING:

Hema and Dharmendra marriage: ধর্মেন্দ্রকে বিয়েই করতে চাননি হেমা! প্রেম করার পরেও এই সিদ্ধান্ত কেন ড্রিম গার্লের, চমকে দেওয়া তথ্য

Last Updated:
Hema and Dharmendra marriage: সিমি গারেওয়ালের বিখ্যাত সেলিব্রিটি টক শো-তে এসে হেমা তাঁর বিয়ে নিয়ে কথা বলেন। তিনি স্বীকার করেন, প্রাথমিকভাবে তিনি ধর্মেন্দ্রকে বিয়ে করতে চাননি। যদিও প্রবল ভালবাসা ছিল ধর্মেন্দ্রর প্রতি।
advertisement
1/7
ধর্মেন্দ্রকে বিয়েই করতে চাননি হেমা! প্রেম করেও এই সিদ্ধান্ত কেন ড্রিম গার্লের!
১৯৫৭ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেন ধর্মেন্দ্র। চিরজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি একে অপরকে। চার সন্তানের জন্ম দেন তাঁরা। সানি দেওল, ববি দেওল, বিজয়তা এবং অজিতা। কিন্তু এক ঝটকায় তাঁদের সুখের সংসার ছারখার। অন্য এক নারী এসে পড়লেন তাঁদের সংসারে।
advertisement
2/7
অভিনেত্রী হেমা মালিনীর প্রেমে পড়লেন ধর্মেন্দ্র। প্রেম করলেন চুটিয়ে। প্রথম বিয়ে রেখেই দ্বিতীয় বিয়ের পথে হাঁটেন ধর্মেন্দ্র। দুই সংসার একসঙ্গে। গোটা দেশে ছি ছি পড়ে যায়। কটাক্ষের মুখে পড়েন ধর্মেন্দ্র এবং হেমা।
advertisement
3/7
কিন্তু তাঁদের রক্ষক হয়ে আসেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী। প্রকাশ কৌর তাঁদের পক্ষে দাঁড়িয়ে জানান, ধর্মেন্দ্র ও হেমার বিয়ে নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। তিনি সবাইকে চুপ করিয়ে দেন।
advertisement
4/7
সিমি গারেওয়ালের বিখ্যাত সেলিব্রিটি টক শো-তে এসে হেমা তাঁর বিয়ে নিয়ে কথা বলেন। তিনি স্বীকার করেন, প্রাথমিকভাবে তিনি ধর্মেন্দ্রকে বিয়ে করতে চাননি। যদিও প্রবল ভালবাসা ছিল ধর্মেন্দ্রর প্রতি।
advertisement
5/7
ধর্মেন্দ্রের প্রতি তাঁর আকর্ষণ থাকা সত্ত্বেও, তিনি সবসময় তাঁর মতো কাউকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে নয়। তাঁর কথায়, “আমি শুরুতে কখনওই এটা ভাবিনি, একেবারেই না। যে কেউ বলতে পারে যে ধর্মেন্দ্রকে এত সুন্দর দেখতে, তাও বিয়ে নয় কেন? কিন্তু আমি মনে করি, সুন্দর দেখতে হলেই বিয়ে করতে হবে, তার মানে নেই।’’
advertisement
6/7
হেমাই যদিও বিয়ের কথা প্রথমবার পাড়েন। সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন ধর্মেন্দ্র। হেমা বলেন, “স্বাভাবিকভাবেই, কোনও বাবা-মা এই ধরনের বিয়ে পছন্দ করবেন না। কিন্তু আমার জন্য অন্য কিছু সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। আমরা খুব কাছাকাছি চলে এসেছিলাম, অনেকদিন একসঙ্গে ছিলাম।’’
advertisement
7/7
‘‘হঠাৎ করে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবাটা আমার ঠিক মনে হয় না। তাই, আমি তাঁকে বললাম, ‘তোমাকে এখন আমাকে বিয়ে করতে হবে।’ তিনি বললেন, ‘হ্যাঁ, বিয়ে করব।’ ব্যস সেই থেকেই সবের শুরু।’’
বাংলা খবর/ছবি/বিনোদন/
Hema and Dharmendra marriage: ধর্মেন্দ্রকে বিয়েই করতে চাননি হেমা! প্রেম করার পরেও এই সিদ্ধান্ত কেন ড্রিম গার্লের, চমকে দেওয়া তথ্য
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল