Hardik Pandya Divorce: চুরমার হয়ে গেল সংসার! নাতাশার সঙ্গে ডিভোর্সের পরই বলি নায়িকার সঙ্গে উদ্দাম নাচ হার্দিকের, ফলো করলেন সোশ্যালে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Hardik Pandya Divorce: তবে কি নতুন জল্পনা সত্যি হতে চলেছে? ডিভোর্সের পর বলিউড নায়িকার প্রতি মন মজেছে ক্রিকেটারের? দু’জনে কি কাছাকাছি আসছেন?
advertisement
1/7

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের পর থেকেই দুই তারকাকে নিয়ে গুজব শুরু হয়েছে। অনন্যা পাণ্ডে এবং হার্দিক পান্ডিয়া। পার্টিতে তাঁদের এক অপরিচিত অবতারে দেখা গিয়েছিল। সেই রাতের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ফিসফাস শুরু হয়েছে চারদিকে।
advertisement
2/7
রেডডিটের একটি ভাইরাল ভিডিওতে অনন্যাকে নাচতে দেখা যায়। রণবীর সিং, হার্দিক পান্ডিয়া সঙ্গে রণবীরেরই ‘সিম্বা’র ‘আঁখ মারে’ গানে নাচছিলেন তাঁরা। অভিনেত্রীর সকলের নজর কেড়েছে। নজরে এসেছে হার্দিকের নাচও।
advertisement
3/7
সম্প্রতি দু’জনে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলোও করেছেন। নাচের সময়েও মনে হচ্ছিল, যেন দুদনে একে অপরকে ছাড়া আর কাউকে খেয়ালই করছেন না। হার্দিকের সঙ্গে তাঁর রসায়ন বিশেষভাবে মানুষের নজর কেড়েছে। দু’জনেই যেন একে অপরের সঙ্গে অসম্ভব উপভোগ করছিলেন।
advertisement
4/7
এদিকে সদ্যই হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচের ৪ বছরের দাম্পত্য ভেঙে গিয়েছে। জল্পনা ছিল অনেকদিনই, সম্প্রতি নাতাশা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিয়েছেন। পেশায় মডেল নাতাশার সঙ্গে বাগদানের প্রায় ৭ মাস পরে পুত্র সন্তানের জন্ম দেন হার্দিক এবং নাতাশা।
advertisement
5/7
হার্দিক নাকি খারাপ সময়েও পাশে পাননি নাতাশাকে, তারপরেই দু’জনের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। জানা গিয়েছে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন তাঁরা। ফলে হার্দিক-নাতাশার মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
advertisement
6/7
অন্যদিকে অনন্যা পান্ডের সঙ্গে প্রেম চলছিল বলে শোনা গিয়েছিল আদিত্য রায় কাপুরের। মাসখানেক ধরে শোনা যাচ্ছে, সেই সম্পর্কও ব্রেক আপে পরিণতি পেয়েছে।
advertisement
7/7
তবে কি নতুন জল্পনা সত্যি হতে চলেছে? ডিভোর্সের পর বলিউড নায়িকার প্রতি মন মজেছে ক্রিকেটারের? দু’জনে কি কাছাকাছি আসছেন?