Happy Birthday Ranveer Singh: দেশের এক নম্বর হার্টথ্রবের জন্মদিন, রইল রণবীর-দীপিকার আদরমাখা অ্যালবাম
- Published by:Rachana Majumder
Last Updated:
Happy Birthday Ranveer Singh: কোনও শো হোক বা কোনও অ্যাওয়ার্ড ফাংশন৷ রোম্যান্স করতে ভোলেন না রণবীর দীপিকা৷
advertisement
1/6

বলিউড অভিনেতা রণবীর সিংহ। তাঁর এনার্জির সঙ্গে তাল মিলিয়ে চলা মুশকিল বলেন অনেকেই। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হোক, বাড়ি থেকে হাঁটতে বেরোনো হোক, গাড়ি থেকে নামার সময়ে হোক অথবা হোক না কোনও গুরুগম্ভীর অনুষ্ঠান, ক্যামেরার সামনে তাঁকে শান্ত দেখতে দেখা যায়নি খুব একটা। তাঁর এই এনার্জির ঝড় বরাবর তুঙ্গে৷
advertisement
2/6
আজ তাঁর জন্মদিন৷ দেখে নেওয়া যাক যুগলের কিছু আদরমাখা ছবি৷
advertisement
3/6
কোনও শো হোক বা কোনও অ্যাওয়ার্ড ফাংশন৷ রোম্যান্স করতে ভোলেন না রণবীর দীপিকা৷
advertisement
4/6
তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি যেমন মজবুত, তেমনই দামি তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রিও৷
advertisement
5/6
কালো রং যে দুজনেরই খুব পছন্দের, তা তাঁরা আগেও দেখিয়েছেন৷ এই ছবিতে আবারও তা প্রমাণ হল৷
advertisement
6/6
জন্মদিনে অভিনেতাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা