TRENDING:

Guess the Celebrity: পেটের দায়ে করেছেন...! কুলি-ছুতোর-বাস কন্ডাক্টর থেকে আজ প্রাইভেট জেটের মালিক এই সুপারস্টার , সম্পত্তির পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে, বলুন তো কে?

Last Updated:
Guess the Celebrity: কর্ণাটকে মারাঠি পরিবারে জন্ম তাঁর৷ বেঙ্গালুরু শহরে কুলি হিসেবেই নিজের জীবন শুরু করেছিলেন তিনি৷ তারপর কাঠ মিস্ত্রির কাজ, বাসের কন্ডাক্টর সব কাজই করেছেন তিনি৷ তবে অভিনয়ের প্রতি টান এবং সেখান থেকে তিনি আজকের থালাইভা৷
advertisement
1/10
পেটের দায়ে করেছেন...! কুলি-ছুতোর-বাস কন্ডাক্টর থেকে আজ প্রাইভেট জেটের মালিক নায়ক
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই আগ্রহ রয়েছে ভক্তদের৷ তবে ইতিমধ্যেই সুপারস্টার, মেগাস্টার সব তকমাই তিনি ছিনিয়ে নিয়েছেন৷ তামিলনাডুর প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্বব্যাপী তাঁর ফ্যান৷ তাঁর স্টাইল স্টেটমেন্টও হার মানায় তাবড় তাবড় তারকাদের৷ প্রজন্মের পর প্রজন্ম তিনি সকলের আইকন৷
advertisement
2/10
কর্ণাটকে মারাঠি পরিবারে জন্ম তাঁর৷ বেঙ্গালুরু শহরে কুলি হিসেবেই নিজের জীবন শুরু করেছিলেন তিনি৷ তারপর কাঠ মিস্ত্রির কাজ, বাসের কন্ডাক্টর সব কাজই করেছেন তিনি৷ তবে অভিনয়ের প্রতি টান এবং সেখান থেকে তিনি আজকের থালাইভা৷ সকলের প্রিয় সুপারস্টার রজনীকান্ত৷
advertisement
3/10
৭৪ বছরে পা দিলেন রজনীকান্ত৷ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ আজ তিনি সকলের থালাইভা৷ বাস কন্ডাক্টর থেকে সুপাস্টার হয়ে ওঠার এই জার্নির নামই রজনীকান্ত৷
advertisement
4/10
৭৪ বছরে পা দিলেন রজনীকান্ত৷ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ আজ তিনি সকলের থালাইভা৷ বাস কন্ডাক্টর থেকে সুপাস্টার হয়ে ওঠার এই জার্নির নামই রজনীকান্ত৷
advertisement
5/10
একের পর এক সুপারহিট ছবিতে নিজের বেস্টটাই উজার করে দিয়েছেন রজনীকান্ত৷ তাঁর নামটাই এখন যথেষ্ঠ৷ দক্ষিণের সকলের কাছেই তিনি ঈশ্বর সমান৷
advertisement
6/10
তার আসল নাম খুব কমই কেউ জানে। রজনীকান্তের আসল নাম শিবাজি রাও গায়কওয়াড়।আজ অভিনেতার নতুন ছবির খবর শুনলে পাগল হয়ে যায় ভক্তরা। দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী অভিনেতার জীবন যেন পুরো চিত্রনাট্য।
advertisement
7/10
কষ্ট, অসহায়ত্ব এবং দারিদ্র্য সত্ত্বেও থালাইভা কখনওই থেমে যাননি। পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না, তাই তিনি কয়েক বছর কর্ণাটকে কন্ডাক্টর হিসাবে কাজ করে পরিবারের হাল ধরেন। টিকিট দেওয়ার সময় তার স্টাইল দেখে একজন বন্ধু তাকে চলচ্চিত্রে চেষ্টা করার পরামর্শ দেন এবং এভাবে তিনি মাদ্রাজে এসে অভিনেতা হন।
advertisement
8/10
রজনীকান্ত ১৯৭৫ সালে বালাচন্দর পরিচালিত 'অপূর্ব রাগাঙ্গাল' চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। একই বছরে তেলেগু ভাষায় 'তুরুপু পদমরাগা' মুক্তি পায়। রজনীকান্ত তার কেরিয়ারের শুরুতে অনেক উত্থান-পতন দেখেছেন। খাবারের জন্য অর্থের অভাবে তিনি 'কুলি' ও 'ছুতোর' হিসেওবে কাজ করেন। এক সময় তিনি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন।
advertisement
9/10
অভিনেতার আচার-ব্যবহার, স্টাইল এবং সংলাপ পরিবেশনের কারণে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ ফেলেন। ১৯৭৮ সালে তিনি ২০ টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেন। একই সময়ে মুক্তিপ্রাপ্ত 'ভৈরবী' ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং তিনি সুপারস্টারের খেতাব পান। এরপরও অনেক পুরস্কার পেয়েছেন। দাদাসাহেব ফালকে পুরস্কার পান সুপারস্টার রজনীকান্ত। ২০১৬ সালে, তিনি প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে পদ্মবিভূষণ পুরস্কারও পেয়েছিলেন।
advertisement
10/10
উল্লেখ্য, বর্তমানে রজনীকান্ত একটি ছবির জন্য ২৫০-৩০০ কোটি টাকা নিচ্ছেন। রজনীকান্ত, যিনি ৪৬ বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন, এবং ৭৪ বছর বয়সেও একের পর এক রেকর্ড ভাঙছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess the Celebrity: পেটের দায়ে করেছেন...! কুলি-ছুতোর-বাস কন্ডাক্টর থেকে আজ প্রাইভেট জেটের মালিক এই সুপারস্টার , সম্পত্তির পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে, বলুন তো কে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল