Happy Birthday Allu Arjun: জন্মদিন থেকে বিবাহবার্ষিকী, অল্লু অর্জুনের বিশেষ মুহূর্ত জুড়ে থাকে তাঁর পরিবার, দেখুন নায়কের ঘরোয়া ছবি
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Happy Birthday Allu Arjun: ব্যস্ত সূচির বাইরে অল্লু অর্জুন আদ্যন্ত ফ্যামিলিম্যান৷ তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি৷ এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার৷
advertisement
1/8

‘পুষ্পা’-র আকাশছোঁয়া সাফল্যের পর অল্লু অর্জুনের খ্যাতি ও জনপ্রিয়তা এখন ছাপিয়ে গিয়েছে অতীতের রেকর্ড৷
advertisement
2/8
নায়কের ব্যস্ত সূচির বাইরে অল্লু অর্জুন আদ্যন্ত ফ্যামিলিম্যান৷ তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি৷ এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার৷
advertisement
3/8
নায়কের ব্যস্ত সূচির বাইরে অল্লু অর্জুন আদ্যন্ত ফ্যামিলিম্যান৷ তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি৷ এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার৷ ছেলে আয়ানের জন্মদিনে আন্তরিক একটি ঘরোয়া ছবি পোস্ট করেছিলেন অর্জুন৷ সঙ্গে ছিল মন ছুঁয়ে যাওয়া ক্যাপশন৷
advertisement
4/8
ছেলে, মেয়ে ও স্ত্রীর সঙ্গে একান্ত ঘরোয়া পরিসরে একাদশতম বিবাহবার্ষিকী পালন করেছিলেন অল্লু৷
advertisement
5/8
স্ত্রী স্নেহাকে অর্জুন বলেন একইসঙ্গে খুব মজার এবং রোম্যান্টিক বলে৷ সামাজিক মাধ্যমে স্ত্রীর ছবিও পোস্ট করেন এই সুপারহিট নায়ক৷
advertisement
6/8
অর্জুনের জগৎ জুড়ে আছে তাঁর ছোট্ট মেয়ে অর্হা৷
advertisement
7/8
বাবা মেয়ের আন্তরিক ছবি মন ছুঁয়ে যায় নেটিজেনদের৷
advertisement
8/8
স্ত্রীর জন্মদিনে তাঁদের মোনোক্রম ছবি মন জয় করে নেয় নেটিজেনদের৷