TRENDING:

Happy Birthday Aishwarya Rai Bachchan: কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য? ৫০-এর জন্মদিনে ফাঁস অবাক করা তথ্য

Last Updated:
Happy Birthday Aishwarya Rai Bachchan: ৫০-এ পা দিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। বর্তমানে খুব বেশি সিনেমা না করলেও একাধিক দিক থেকে আয় করেন ঐশ্বর্য রাই বচ্চন।
advertisement
1/9
কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য? ৫০-এর জন্মদিনে ফাঁস হল তথ্য
৫০-এ পা দিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন৷ ঘড়ির কাটা ১২ টা পেরোতেই জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷ এবারের জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করবেন রাই সুন্দরী, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
2/9
বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে সর্বদাই তোলপাড় বি-টাউন৷ অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন রাই সুন্দরী৷ তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যাও যে আকাশছোঁয়া৷
advertisement
3/9
দীর্ঘ তিন দশকের বেশি কেরিয়ারে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী ঐশ্বর্য, যিনি কয়েক দশক ধরে দর্শকদের হৃদয়ে রাজত্ব করছেন। তবে বর্তমানে খুব বেশি সিনেমা না করলেও একাধিক দিক থেকে আয় করেন ঐশ্বর্য রাই বচ্চন।
advertisement
4/9
এমনকী উপার্জনের দিক থেকে স্বামী অভিষেককেও টেক্কা দেন রাই সুন্দরী। তবে শুধু অভিষেক বচ্চই নয়,তাবড় তাবড় অভিনেতাদের থেকেও অনেক বেশি পারিশ্রমিক ঐশ্বর্যর। বিলাসবহুল বাড়ি থেকে গাড়ির সংখ্যা চোখধাঁধানো৷
advertisement
5/9
১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে৷ বিজ্ঞাপন শ্যুট থেকে এবং ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমেই তিনি অনেক বেশি অর্থ উপার্জন করেন।
advertisement
6/9
২০০৭ সালে অভিষেক বচ্চনের সাথে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ তারপরই বলিউডের আইকনিক বচ্চন পরিবারের পুত্রবধূ হন তিনি৷ ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেকের একটি মেয়ে রয়েছে, যার নাম আরাধ্যা বচ্চন৷
advertisement
7/9
ঐশ্বর্য ও জুনিয়র বচ্চন মিলে দুবাইতে একটি প্রাসাদের মতো ভিলা কিনেছেন তারপরও মুম্বইয়ের 'জলসা'-তেই পরিবারের সঙ্গে একসঙ্গে থাকেন। এছাড়াও মুম্বইয়ের বান্দ্রার কাছেও ২১ কোটি টাকার আরও একটি আবাসনও কিনেছেন।
advertisement
8/9
জিকিউ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গেছে, মোট ৭৭৬ কোটির সম্পত্তির মালিক ঐশ্বর্য রাই বচ্চন। সিনেমা পিছু ১০ থেকে ১২ কোটি টাকা নেন ঐশ্বর্য রাই বচ্চন। এবং ব্র্যান্ড অনুমোদনের জন্য প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা নেন ঐশ্বর্য রাই বচ্চন। লরিয়াল এবং সুইস লাক্সারি ওয়াচ লঙ্গিনসের মতো একাধিক ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন অ্যাশ৷
advertisement
9/9
ঐশ্বর্যর গাড়ির তালিকাও বেশ দীর্ঘ। দামি গাড়ি কেনার শখও রয়েছে রাইসুন্দরীর। এর মধ্যে মার্সিডিজ বেঞ্জ, অডি, লেক্সাসের মতো দামি গাড়িও রয়েছে ঐশ্বর্যর গ্যারেজে। বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বর্য রাই বচ্চন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Happy Birthday Aishwarya Rai Bachchan: কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য? ৫০-এর জন্মদিনে ফাঁস অবাক করা তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল