advertisement
1/9

শুক্রবারই সাতপাকে বাঁধা পড়বেন রাজ-শুভশ্রী। ইতিমধ্যেই জোর কদমে তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে । ছবি: রাজ ও শুভশ্রীর ফেসবুক পেজের সৌজন্যে ৷
advertisement
2/9
শুক্রবার রাতে বাওয়ালি রাজবাড়িতে বসবে টলিউডের এই জনপ্রিয় পরিচালক-নায়িকা জুটির বিয়ের আসর ৷ ছবি: রাজ চক্রবর্তীর ফেসবুক পেজের সৌজন্যে ৷
advertisement
3/9
এক্কেবারে হিন্দু আচার অনুষ্ঠান মেনে হচ্ছে ‘রাজশ্রী’ বিয়ে। নিয়ম-আচারে যাতে কোনও ত্রুটি না হয়, তাই বর্ধমানের পরিচিত পুরোহিতের কাঁধেই চাপানো হয়েছে বিয়ের দায়িত্ব।
advertisement
4/9
নিষ্ঠার সঙ্গে তৈরি করা হয়েছে ‘শ্রী’। কলা তলায় বসে বিয়ের প্রাথমিক কাজ সারলেন পরিচালক। মিটে গিয়েছে গায়ে হলুদ পর্বও। রাজ চক্রবর্তীর ফেসবুক পেজের সৌজন্যে ৷
advertisement
5/9
রাজের গায়ে ছোঁয়ানো হলুদ এসে পৌঁছেছে কনে শুভশ্রীর কাছে ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজের সৌজন্যে ৷
advertisement
6/9
আইবুড়ো ভাতে এক্কেবারে খাঁটি বাঙালি লুকে ধরা দিলেও, গায়ে হলুদে একটু অবাঙালি সাজেই সেজেছেন শুভশ্রী ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজের সৌজন্যে ৷
advertisement
7/9
পূজা প্রসাদের ডিজাইন করা হলুদ রংয়ের ঘাগড়ায় সেজেছেন এই টলি-ডিভা ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজের সৌজন্যে ৷
advertisement
8/9
সঙ্গে মানানসই ফুলের গয়না ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজের সৌজন্যে ৷
advertisement
9/9
জমে উঠেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের গায়ে হলুদ পর্ব ৷ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পেজের সৌজন্যে ৷