TRENDING:

Guess The Celebrity: 'দিল তো পাগল হ্যায়'-এর এই গানে করিশ্মার 'ব্যাকগ্রাউন্ড'- নাচছেন বলিউডের এক সুপারডুপার হিট নায়ক, চিনতে পারছেন কে? জানলে চমকে যাবেন

Last Updated:
'লে গয়ি' গানে করিশ্মার পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে দেখা যায় একদল তরুণ তুর্কিকে। তাঁদের মধ্যেই রয়েছেন এমন একজন, যিনি পরবর্তীতে বলিউডের সুপারডুপার হিট নায়ক হন। কে বলুন তো?
advertisement
1/8
করিশ্মার 'ব্যাকগ্রাউন্ড'-এ নাচছেন বলিউডের এক সুপারডুপার হিট নায়ক, চিনতে পারছেন?
১৯৯৭ সালে আসমুদ্র হিমাচলে ঝড় তুলেছিল যশ চোপড়ার ছবি 'দিল তো পাগল হ্যায়'! কাঁপিয়ে দিয়েছিল শাহরুখ খান, মাধুরী দীক্ষিত আর করিশ্মা কাপুরের অসামান্য কেমিস্ট্রি। মিউজিক্যাল এই সিনেমার প্রতিটি গান আজও গুনগুনায় সিনেপ্রেমীরা। ছবিটি শুরু হয় 'লে গয়ি' গানে করিশ্মা কাপুরের নাচ দিয়ে। গানটি যেমন হিট করেছিল, তেমনি তুমুল জনপ্রিয় হয়েছিল করিশ্মার নাচ।
advertisement
2/8
'লে গয়ি' গানে করিশ্মার পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে দেখা যায় একদল তরুণ তুর্কিকে। তাঁদের মধ্যেই রয়েছেন এমন একজন, যিনি পরবর্তীতে বলিউডের সুপারডুপার হিট নায়ক হন। কে বলুন তো?
advertisement
3/8
করিশ্মা কাপুরের ব্যাকগ্রাউন্ড ডান্সারদের দলে ছিলেন শাহিদ কাপুর। ২০০৩-এ 'ইশক ভিশক' ছবি দিয়ে ফিল্মিযাত্রা শুরু হয় শাহিদের। তবে তার আগে তিনি একাধিক ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কাজ করেছেন।
advertisement
4/8
সুভাষ ঘাইয়ের 'তাল'-এও 'কহি আগ লাগে লগ যায়ে' গানে ঐশ্বর্য রাইয়ের ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে ছিলেন শাহিদ কাপুর।
advertisement
5/8
শাহিদ কাপুরের বলিউডে কোনও ‘গডফাদার’ নেই। সম্পূর্ণ নিজের চেষ্টায় বলিউডে পায়ের তলার জমি শক্ত করেন শাহিদ কাপুর। তিনি নিজে বলেছিলেন, তারকা-সন্তান না হলে বলিউডে কাজ পাওয়া সহজ নয়!
advertisement
6/8
দিল্লির ছেলে শাহিদ। মুম্বইয়ে এসেছিলেন নায়ক হবেন বলে। অনেক ঝড়ঝাপটা, বাধা-বিপত্তি পেরিয়ে নিজের স্বপ্নপূরণ করেন।
advertisement
7/8
বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার সফর খুব একটা মসৃণ ছিল না। ব্যকগ্রাউন্ড হিসাবে পা রাখেন বলিউডে। ছোট বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও দিয়ে কাজ শুরু করেন। উদ্দেশ্য ছিল একটাই, মাকে আর্থিক সাহায্য করবেন।
advertisement
8/8
শাহিদ কাপুরের যখন ৪ বছর বয়স, তখন মা নীলিমা আজমি ও বাবা পঙ্কজ কাপুরের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পরে মায়ের সঙ্গেই থাকতেন শাহিদ। মা-বাবা দুজনেই বলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও তাঁদের সাহায্য নেননি শাহিদ। প্রায় ১০০টি অডিশন পার করে কাজের সুযোগ মেলে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Guess The Celebrity: 'দিল তো পাগল হ্যায়'-এর এই গানে করিশ্মার 'ব্যাকগ্রাউন্ড'- নাচছেন বলিউডের এক সুপারডুপার হিট নায়ক, চিনতে পারছেন কে? জানলে চমকে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল