TRENDING:

Serial Actress Gossip: সিরিয়ালের নায়কের সঙ্গেই লুকিয়ে প্রেম, ৮ বছরেও বিশ্বাস আসেনি সম্পর্কে, মরিয়া নায়িকা সাহায্য নিয়েছিলেন কালা জাদুর, তারপরেও ব্রেকআপ

Last Updated:
Serial Actress Gossip: সিরিয়ালে অভিনয় করতে করতেই সহ অভিনেতার প্রেমে হাবুডুবু কিন্তু লাভের লাভ কি আদৌ হল?
advertisement
1/9
লুকিয়ে প্রেম,৮ বছরে বিশ্বাস নেই,সিরিয়ালের হিরোইন সাহায্য নিয়েছিলেন কালা জাদুর
: টিভিতে সিরিয়ালের দুনিয়ায় যাঁরা কাজ করেন অনেক সময়েই তাঁদের সেটেই নায়ক -নায়িকার মধ্যে বাস্তব জীবনেও প্রেম হয়ে যায়৷ তা সেটা টলিউডের সিরিয়াল দুনিয়া হোক বা বলিউডের৷ তেমনিই এক সিরিয়ালের হট কাপলের গল্প শুনলে চমকে যাবেন৷ Photo- File
advertisement
2/9
সিরিয়ালের জনপ্রিয় দম্পতিদের মধ্যে দিব্যাঙ্কা ত্রিপাঠি ও শরদ মালহোত্রার নাম একসময়ে সামনের সারিতে ছিল। দু'জনেই একসঙ্গে কাজ করেছিলেন ‘বনু ম্যায় তেরি দুলহান’ সিরিয়ালে। এই শোতে কাজ করার সময়, দু'জনেরই ঘনিষ্ঠতা বাড়ে এবং ডেটিং শুরু হয়েছিল৷ Photo- File
advertisement
3/9
২০০৬ থেকে এই শোটি ২০০৯ এ  তা বন্ধ হয়ে যায়। দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং শরদ মালহোত্রা বহু বছর ধরে তাদের সম্পর্ককে লোক সমাজের চোখ থেকে লুকিয়ে রেখেছিলেন। দু'জনকে অনেক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে, কিন্তু তারপরও কারোর কাছে নিজেদের  সম্পর্কের কথা মানতেন না৷ Photo- File
advertisement
4/9
গোপনে ৭ বছর ধরে ডেট করার পর, শরদ মালহোত্রা এবং দিব্যাঙ্কা ত্রিপাঠি ২০১৫ তে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন, কিন্তু তাঁরা সম্পর্কটিকে আনুষ্ঠানিক করার পরপরই তা  ভেঙে যায়। Photo- File
advertisement
5/9
রাজীব খান্ডেলওয়ালের টক শো 'জস বাত'-এ তাঁর ব্রেকআপের বিষয়ে কথা বলার সময়, দিব্যাঙ্কা ত্রিপাঠি বলেছিলেন যে তিনি প্রেমে সমস্ত সীমা অতিক্রম করেন। শরদ মালহোত্রার সঙ্গে তাঁর সম্পর্কের টিকিয়ে রাখার ক্ষেত্রেও তিনি একই কাজ করেছিলেন। Photo- File
advertisement
6/9
অভিনেত্রী বলেছিলেন যে  সেই সময়ে তিনি খুব ব্যস্ত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি শরদ মালহোত্রার পরিবারের জন্য সময় বের করতেন। তিনি জানতেন যে তাঁর পরিবার অভিনেতাকে কতটা বোঝায়। Photo- File
advertisement
7/9
দিব্যাঙ্কার মতে, তিনি শারদকে সময় দেওয়ার জন্য তাঁর ঘুমের সঙ্গে আপস করতেন। ভালোবেসে সব ভুলে গেলেও ভালোবাসার বিনিময়ে কিছু পায়নি সে। Photo- File
advertisement
8/9
দিব্যাঙ্কা ত্রিপাঠি টক শোতে প্রকাশ করেছিলেন যে তিনি 'মহারানা প্রতাপ' খ্যাত অভিনেতার প্রেমে এতটাই হয়ে  পাগল হয়েছিলেন যে তিনি তাঁদের সম্পর্ককে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। অভিনেত্রী এমনকি নিজের সম্পর্ক বাঁচানোর জন্য কুসংস্কার এবং কালা জাদু-র সাহায্যও নিয়েছিলেন৷ Photo- File
advertisement
9/9
শরদ মালহোত্রার সঙ্গে তাঁর ব্রেকআপের কিছুদিন পরে, দিব্যাঙ্কা ত্রিপাঠি ২০১৬ সালে 'ইয়ে হ্যায় মহব্বতে'-র সহ-অভিনেতা বিবেক দাহিয়াকে বিয়ে করেন। ২০১৯ সালে, শারদও রিপসি ভাটিয়াকে বিয়ে করে তাঁর ব্যক্তিগত জীবনে এগিয়ে যান। Photo- File
বাংলা খবর/ছবি/বিনোদন/
Serial Actress Gossip: সিরিয়ালের নায়কের সঙ্গেই লুকিয়ে প্রেম, ৮ বছরেও বিশ্বাস আসেনি সম্পর্কে, মরিয়া নায়িকা সাহায্য নিয়েছিলেন কালা জাদুর, তারপরেও ব্রেকআপ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল