TRENDING:

Bollywood Gossip: একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ! সাফল্যের শিখরে আলিয়া, ১২ বছর পরে আজও লড়ছেন এঁরা? ৪ নম্বর নামটি চমকে দেবে

Last Updated:
Bollywood Gossip: ২০১২ সালে আলিয়া ভাট, ইয়ামি গৌতম, হুমা কুরেশি, ইলিয়ানা ডি'ক্রুজ, ডায়ানা পেন্টি ও এশা গুপ্তা একসঙ্গে বলিউডে পা রাখেন। আত্মপ্রকাশের পরেই সিনেমার পর্দায় আগুন ঝরিয়েছিলেন। তবে পরে কেবল আলিয়া ভাট এবং ইয়ামি গৌতম বলিউডে নিজেদের ছাপ রাখতে সক্ষম হন সেভাবে।
advertisement
1/7
একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ! সাফল্যের শিখরে আলিয়া,১২ বছর পরে আজও লড়ছেন এঁরা? জানুন
*২০১২ সালে আলিয়া ভাট, ইয়ামি গৌতম, হুমা কুরেশি, ইলিয়ানা ডি'ক্রুজ, ডায়ানা পেন্টি ও এশা গুপ্তা একসঙ্গে বলিউডে পা রাখেন। আত্মপ্রকাশের পরেই সিনেমার পর্দায় আগুন ঝরিয়েছিলেন। তবে পরে কেবল আলিয়া ভাট এবং ইয়ামি গৌতম বলিউডে নিজেদের ছাপ রাখতে সক্ষম হন সেভাবে। বাকিদের সিনেমা এলেও সেভাবে সফল হতে পারেননি। কারা সেই ৬ অভিনেত্রী? জানুন তাঁদের সিনেমা এবং কেরিয়ার গ্রাফ।
advertisement
2/7
*আলিয়া ভাট: বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিটিও আলিয়া ভাটের প্রথম ছবি ছিল এবং এই ছবির পরে তিনি অসাধারণ সাফল্য পেয়েছিলেন। আলিয়া তার প্রথম সিনেমা থেকেই নিজের ছাপ ফেলতে শুরু করেন বলিউডে। আজ তার নাম বিখ্যাত অভিনেত্রীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
advertisement
3/7
*ইয়ামি গৌতম: ইয়ামি গৌতম তাঁর প্রথম ছবি 'ভিকি ডোনার' করেছিলেন আয়ুষ্মান খুরানার সঙ্গে। ইয়ামির ক্যারিয়ারের শুরুর দিকে কিছু উত্থান-পতন থাকলেও পরে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নেন। আজ তিনি সকলের প্রিয় অভিনেত্রীদের অন্যতম।
advertisement
4/7
*হুমা কুরেশি: ২০১২ সালে 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন হুমা কুরেশি। তাঁর প্রথম সিনেমা থেকেই পর্দায় আধিপত্য বিস্তার করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হুমার খ্যাতি ম্লান হতে শুরু করে। ক্যারিয়ারের জন্য এখনও অনেক সংগ্রাম করতে হচ্ছে তাঁকে।
advertisement
5/7
*ইলিয়ানা ডি'ক্রুজ: সুপারহিট ছবি 'বরফি' দিয়ে বলিউডে পা রাখেন ইলিয়ানা ডি'ক্রুজ৷ এরপর অনেক বড় বড় ছবিতে অভিনয় সফল অভিনেত্রী হিসেবে তাঁকে এখনও প্রথম সারিতে রাখা যায়নি। নিন্দকেরা বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে এখনও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ইলিয়ানা৷
advertisement
6/7
*ডায়ানা পেন্টি: ডায়ানা পেন্টি প্রথম দেখা গিয়েছিল 'ককটেল' ছবিতে। তার প্রথম ছবি বক্স অফিসে সফল প্রমাণিত হয়েছিল, তবে এই ছবির পরে তার ক্যারিয়ার সফল প্রমাণিত হয়নি। তিনি এখনও একাধিক ছবিতে কাজ করছেন। তবে সেভাবে সাফল্য মেলেনি ২০২৪ সালের শেষ প্রান্তে দাঁড়িয়েও।
advertisement
7/7
*ইশা গুপ্তা: এশা গুপ্তা 'জান্নাত ২' ছবি দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন, তার প্রথম চলচ্চিত্র বক্স অফিসে সফল হয়েছিল, তবে তখন থেকে ইশাকে তার চিহ্ন তৈরি করতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। এখনও সাফল্যের স্বাদ নিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি, তখন প্রথম সারিতে জায়গা করে উঠতে পারেননি এখনও।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: একসঙ্গে বলিউডে আত্মপ্রকাশ! সাফল্যের শিখরে আলিয়া, ১২ বছর পরে আজও লড়ছেন এঁরা? ৪ নম্বর নামটি চমকে দেবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল