TRENDING:

Govida-Sunita Divorce: এত প্রেম, এত সুখ সব শেষ! ঘর ভাঙছে গোবিন্দার, ঝুরি ঝুরি অভিযোগে বিদ্ধ করে সুনীতার বিবাহ বিচ্ছেদের আবেদন

Last Updated:
সাংসারিক জীবন একেবারেই ভাল যাচ্ছিল না অভিনেতা গোবিন্দার। সম্প্রতি, নিজের একটি ভ্লগে বিবাহবিচ্ছেদের কথা বলতে শোনা যায় তাঁর স্ত্রী সুনিতা আহুজাকে।
advertisement
1/6
এত প্রেম, এত সুখ সব শেষ! ঘর ভাঙছে গোবিন্দার!
সাংসারিক জীবন একেবারেই ভাল যাচ্ছিল না অভিনেতা গোবিন্দার। সম্প্রতি, নিজের একটি ভ্লগে বিবাহবিচ্ছেদের কথা বলতে শোনা যায় তাঁর স্ত্রী সুনিতা আহুজাকে।
advertisement
2/6
সংবাদমাধ্যম সূত্রে খবর, সত্যিই এবার বিবাহবিচ্ছেদের মামলা করেছেন সুনিতা। বান্দ্রা পরিবার আদালতে দায়ের হয়েছে একটি মামলা। রিপোর্ট অনুযায়ী, 'পরকীয়ার' অভিযোগে বিবাহবিচ্ছেদ চেয়েছেন গোবিন্দা-পত্নী।
advertisement
3/6
হিন্দু বিবাহ আইন ১৯৫৫-এর সেকশন ১৩(১) , (২), ১(ক), ১(খ) ধারায় মামলা দায়ের করেছেন সুনিতা।
advertisement
4/6
গত ২৫ মে কোর্টের পক্ষ থেকে গোবিন্দাকে ডেকে পাঠানো হয়। সুনিতা হাজিরা দিলেও সেখানে হাজিরা দেননি বলিউডের এই নায়ক।
advertisement
5/6
সম্প্রতি নিজের এক ভ্লগে নিজের মনের কথা তুলে ধরেছেন সুনিতা। ছোটবেলা থেকেই মহালক্ষ্মী মন্দিরে যান বলে জানিয়েছিলেন সুনিতা। ওই ভ্লগে তিনি বলেন, "আমি চাইতাম আমার এমন একজনের সঙ্গে বিয়ে হোক যে আজীবন আমাকে সুখে রাখবে। মা আমার কথা শুনেছিল। আমাদের দুই সন্তানও হয়েছিল। কিন্তু, সবসময় জীবনে সবকিছু সহজ হয় না।"
advertisement
6/6
জানা গিয়েছে গোবিন্দার সঙ্গে এক বছর ৩০-এর মারাঠি অভিনেত্রীর ঘনিষ্ঠতা বাড়ে। এরপরেই এই বছরের ফেব্রুয়ারি থেকেই গোবিন্দা-সুনিতার মধ্যে সম্পর্ক ছেদের কথা ক্রমশই বাড়তে থাকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Govida-Sunita Divorce: এত প্রেম, এত সুখ সব শেষ! ঘর ভাঙছে গোবিন্দার, ঝুরি ঝুরি অভিযোগে বিদ্ধ করে সুনীতার বিবাহ বিচ্ছেদের আবেদন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল