TRENDING:

ভক্তদের চোখের মণি কিন্তু স্বামীর হাতে খেতেন মার, হট অভিনেত্রীর যন্ত্রণাময় প্রেমগাঁথা

Last Updated:
advertisement
1/5
ভক্তদের চোখের মণি কিন্তু স্বামীর হাতে খেতেন মার, হট অভিনেত্রীর যন্ত্রণাময় প্রেমগাঁথা
তিনি হট ৷ সাতের দশকে এমন বোল্ড অভিনেত্রী কমই ছিলেন ৷ তিনি স্ক্রিনে আসলেই চড়তো উষ্ণতার পারদ ৷ পোশাকেও ছিল আধুনিকতার ছোঁয়া ৷ বিকিনি হোক বা শর্ট ড্রেস তিনি ছিল সবেতেই স্বচ্ছন্দ ৷ তাই অন্যধারার অভিনেত্রীদের তিনি পথিকৃত ৷ সেই জিনাত আমনের জন্মদিনে রইল শুভেচ্ছা ৷ ৬৮-এ পা দিলেন বলি সুন্দরী ৷ জীবেন অনেক ভালবাসা পেয়েছেন ৷ কিন্তু বাস্তবে এই ভালবাসাই তাঁকে সারা জীবন দুঃখ দিয়ে এসেছে ৷ জন্মদিনে ফিরে দেখা জিনাত আমনের যন্ত্রণাময় প্রেমগাঁথা ৷ Photo Collected
advertisement
2/5
তখন তিনি স্ক্রিনে ঝড় তুলেছেন ৷ প্রথম সারির নায়িকা ৷ জীবনে এলেন সঞ্জয় খান ৷ ১৯৭০-এ আব্দুল্লাহ ছবি থেকেই তাঁদের আলাপ ৷ এই সুপুরুষের প্রেমে পড়লেন জিনাত ৷ শোনা যায় যে তাঁরা নাকি বিয়েও করেছিলেন ৷ যদিও তাজ হোটেলের একটি পার্টিতে সঞ্জয় ভীষণ অপমান করেন জিনাতকে ৷ সঞ্জয়ের স্ত্রী তাঁকে জিনাতের থেকে দূরত্ব বজায় রাখর জন্য চাপ দিতে থাকেন ৷ নিজেরে সরিয়ে আনেন জিনাত ৷ ভেঙে যায় সঞ্জয়-জিনাত প্রেম ৷ Photo Collected
advertisement
3/5
তখন বলিউড দাপাচ্ছেন জিনাত আর ২২ গজে ঝড় তুলছেন পাক ক্রিকেটর ইমরান খান ৷ দুজনের সম্পর্কে বহু গুঞ্জন শোনা যায় ৷ কিন্তু সব জল্পনার অবসান হয় যখন জিনাত মঝহরকে বিয়ে করেন ও ইমরান বিয়ে করেন জেমিমাকে ৷ Photo Collected
advertisement
4/5
মজহরকে বিয়ে করেন জিনাত ৷ কিন্তু কোনদিনই সেই বিয়ে সুখকর হয়নি ৷ এমনকি স্বামীর হাতে মারও খেতে হয়েছে নায়িকাকে এমন শোনা যায় ৷ ১২ বছরের দাম্পত্য জীবন ছিন্ন করে বেরিয়ে আসেন জিনাত ৷ সেই সব বীভৎস দিনগুলোর কথা ভাবলে এখনও মন খারাপ হয় জিনাতের ৷ বহু সাক্ষাতকারে সেই বক্তব্য উঠে এসেছে ৷ Photo Collected
advertisement
5/5
২০১৩ নাগাদ ফের জিনাতের সঙ্গে সরফরাজ নামের এক ব্যবসায়ীর সম্পর্ক তৈরি হয় ৷ ফের বিয়ে করতে পারেন জিনাত এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল ৷ কিন্তু সে পথে আর হাঁটেননি অভিনেত্রী ৷ Photo Collected
বাংলা খবর/ছবি/বিনোদন/
ভক্তদের চোখের মণি কিন্তু স্বামীর হাতে খেতেন মার, হট অভিনেত্রীর যন্ত্রণাময় প্রেমগাঁথা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল