advertisement
1/5

এই হল তাঁদরে প্রেম! বয়সে কম প্রমিকের সঙ্গে এখন এতে মজেছেন সুস্মিতা ৷ তাঁর শরীরচর্চার কথা সবাই জানেন ৷ এখন তাতে সামিল হয়েছেন তাঁর প্রেমিক রোহমন শওল ৷ Photo Courtesy: Instagram
advertisement
2/5
এতদিন কিছুটা রাকঢাক চলছিল ৷ এবার প্রেমের কথা খুল্লম খুল্লা জানিয়ে দিলেন রোহমনও ৷ তিনি লিখে দিলেন, অন্ধকারেও তোমাকে আমি অনুসরণ করব ! Photo Courtesy: Instagram
advertisement
3/5
সদ্য প্রেমে পড়েছেন ৷ আর এই প্রেম নিয়ে কোনও গোপনীয়তা করছেন না তিনি ৷ প্রেমিক তাঁর থেকে অনেক ছোট ৷ তাতে কী ! প্রেম তো প্রেমই হয় ৷ সেই মতেই তো চলছেন সুস্মিতা সেন ৷ কিছুদিন আগেই তাঁর প্রেম ৷ প্রমিক রোহমন শওল ৷ এখন তো সুস্মিতা আবার রোহমনকে নিয়ে যা করছেন, সেটা দেখেই সকলের চক্ষু চড়কগাছ ! Photo Courtesy: Instagram
advertisement
4/5
সুস্মিতা এমনিতেই ফিটনেস ফ্রিক ৷ তাঁর শরীরচর্চা নিয়ে চর্চা হয় বিস্তর ৷ প্রতিদিন নিয়ম করে চলে তাঁর ওয়ার্কআউট ৷ সেই ভিডিও দেখলেই চমকে যান সকলে ৷ Photo Courtesy: Instagram
advertisement
5/5
চল্লিশ পেরিয়েও কী ফিট প্রাক্তন বিশ্বসুন্দরী ! আর এই ফিটনেস রেজিমে তিনি সামিল করেছেন তাঁর বয়ফ্রেন্ডকে ৷ রোহমনও মডেল ৷ তিনিও দারুণ ফিট ৷ তাই সুস্মিতার সঙ্গে তিনিও বেশ চালাচ্ছেন শরীরচর্চা ! Photo Courtesy: Instagram