Khushi Kapoor Bathroom Selfie Viral: সোশ্যাল মিডিয়া তোলপাড়! Sridevi-র ছোট মেয়ের বাথরুমের ছবি ভাইরাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
প্রতিটি মানুষের মুখে মুখে চর্চা, বিষয়বস্তু শ্রীদেবীর মেয়ের বাথরুমের ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়
advertisement
1/8

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) ও জনপ্রিয় প্রয়োজক বণি কাপুররে (Producer Bony Kapoor) ছোট মেয়ে খুশি কাপুরের (Khushi Kapoor) সাম্প্রতিক বাথরুমের ছবি সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল (Khushi Kapoor's photos goes viral) হয়েছে ৷ মঙ্গলবার (১৭ অগাস্ট ২০২১, August 17, 2021), তাঁর কিছু বাথরুমের ছবি শেয়ার করেছেন ৷ সেই ছবিগুলি দেখেই খুশির দিদি জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ও খুড়তুতো বোন শানায়া কাপুর কমেন্ট করে ভালবাসা ছড়ানোর চেষ্টা করেছেন ৷ (ছবি সৌজন্যে Instagram/khushi05k) ৷
advertisement
2/8
ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে সাদা মিডি পোশাক পরে বাথরুমে দেখতে পাওয়া গিয়েছে ৷ তিনি নেকলেস ও ব্রেসলেট পরেছেন, খালি চুলে আগুন ধরাচ্ছেন শ্রীদেবীর (Sridevi) ছোট মেয়ে খুশি কাপুর (Khushi Kapoor) ৷ (ছবি সৌজন্যে Instagram/khushi05k) ৷
advertisement
3/8
খুশির ছবিতে রিঅ্যাকশন দিয়েছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) লিখেছেন আমি কি তোমার হাতে কামড় দিতে পারি? শনায়া লিখেছেন ডিজাইন মসাবা গুপ্ত জানিয়েছেন আলিয়া কাশ্যপ সাদা হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন ৷ (ছবি সৌজন্যে Instagram/khushi05k) ৷
advertisement
4/8
খুশি (Khushi Kapoor), রিয়া কাপুর (Rhea Kapoor) ও করণ বুলানি (Karan Bulani) বিয়ের পরে পার্টিতে একত্রিত হয়েছিলেন ৷ খুশি বাথরুমে মিরর সেল্ফি নিয়েছেন (Mirror Selfie), ছবিতে ক্যাপশান দিয়েছেন লিখেছেন ম্যান্ডেটরি বাথরুম সেল্ফি ৷ (ছবি সৌজন্যে Instagram/khushi05k) ৷
advertisement
5/8
রিয়া কাপুরের রিসেপশনে (Rhea Kapoor Reception) খুশির সঙ্গে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), শানায়া কাপুর, মসাবা গুপ্ত ও ফারহা খান একত্রিত হয়েছেন ৷ রিয়ার বিয়ে হয়েছে গত ১৪ অগাস্ট ২০২১ (August 14, 2021) মুম্বইয়ের জুহুতে (Juhu, Mumbai) অনিল কাপুরের বাড়িতে (Anil Kapoor's house) ৷ বিয়ের ২ দিন পরেই রিসেপশন হয়েছে ৷ (ছবি সৌজন্যে Instagram/khushi05k) ৷
advertisement
6/8
মাঝে মাঝেই খুশি কাপুর (Khushi Kapoor) তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ৷ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় তিনি ৷ (ছবি সৌজন্যে Instagram/khushi05k) ৷
advertisement
7/8
খুশি এপ্রিল ২০২১-এ আমেরিকা (USA or America) থেকে ফিরেছেন, এই কারণেই বেশিরভাগ সময় জাহ্নবীর সঙ্গে কাটিয়েছেন ৷ (ছবি সৌজন্যে Instagram/khushi05k) ৷
advertisement
8/8
খুশি নিউইয়র্কের (New York) ফিল্ম অ্যাকাডেমিতে (Film Academy) লেখাপড়া করেন ৷ তিনি মা ও দিদির মতই একজন সফল অভিনেত্রী হতে চান ৷ (ছবি সৌজন্যে Instagram/khushi05k) ৷