ছোট্ট ভাইঝির হাতে মেকআপ করে অভিভূত প্রিয়াঙ্কা চোপড়া, দেখুন ছবি...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

▪️প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মেকআপের দায়িত্ব নিয়েছেন তাঁর ভাইঝি৷ বয়সে খুবই ছোট এই মেয়ে যত্ন করে সাজাচ্ছেন পি গি চপসকে৷
advertisement
2/5
▪️সেই ছবি দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন যে মে মাসের প্রথম সোমবারের থিম হচ্ছে প্রিটি প্রিটি প্রিন্সেস গ্ল্যাম এবং যার পিছনে রয়েছেন কৃষি...(তার ভাইঝির নাম কৃষি)
advertisement
3/5
▪️তবে যেই ছবিগুলি প্রিয়াঙ্কা পোস্ট করেছেন সেখানে সব শেষে দেখা গিয়েছেন আসল রূপটান! চোখের কাজল পরানো হয়েছে চোখের পাশে! তবে মেকআপ নয়, ভাইঝির সঙ্গে এভাবে সময় কাটাতে বেশ পছন্দ করেন নায়িকা৷ সেই সব ছবি তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
4/5
▪️আপাতত তিনি রয়েছেন স্বামী নিকের সঙ্গে৷ গৃহবন্দি অবস্থায়৷ একদিন শাড়ি পরার শখ হয়েছিল তাঁর৷ তাই বাড়িতেই সেই শখ পুরণ করেছিলেন তিনি৷ নিকের পাশে নীল শাড়ি পরে ছবিও তুলেছিলেন৷
advertisement
5/5
▪️প্রিয়াঙ্কা চোপড়া আপাতত ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়৷ প্রচার চালাচ্ছেন করোনার জন্য ত্রাণ তহবিলের৷