বাচ্চা কোলে নিক! মার্কিন মুলুকে ভাত খাচ্ছেন ‘আইবুড়ো’ প্রিয়াঙ্কা ...
Last Updated:
advertisement
1/7

রোকা হয়ে গেছে ৷ তারপর থেকেই আর স্বাভাবিকভাবেই কোনও রাখঢাক নেই ৷ চুটিয়ে দেশ বিদেশ কাঁপিয়ে ঘুরে বেড়াচ্ছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া ৷ Photo Courtesy - nickyanka18/ Instagram Handle
advertisement
2/7
নিক ও প্রিয়াঙ্কা এখন নয়া হট অ্যান্ড হ্যাপেনিং পাওয়ার কাপল ৷ তাঁদের রোমান্সের গন্ধে নিউইয়র্কের রাস্তাঘাট মজে ৷ সাত পাকে বাঁধা পড়ছেন ডিসেম্বরে ৷ তবে বিয়ের আগের মজা কি আর পরে হয় , তখন সেটা আলাদা বন্ধন ৷ Photo Courtesy - nickyanka18/ Instagram Handle
advertisement
3/7
তবে আমাদের দেশের আইবুড়ো ভাত যেমন আছে তেমন মার্কিন মুলুকেও রয়েছে ব্রাইডাল শাওয়ারের ৷ সেরকমই প্রিয়াঙ্কার জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল তার টিম ৷ Photo Courtesy - nickyanka18/ Instagram Handle
advertisement
4/7
হবু কনে সুলভ সলজ্জ হাসি এবং সাদা অফ শোল্ডার গাউনে একেবারে ঝকঝকে পিগি চপস ৷ Photo Courtesy - nickyanka18/ Instagram Handle
advertisement
5/7
নিকের সঙ্গে ঘর বাঁধার আনন্দে দারুণ খুশি প্রিয়াঙ্কা চোপড়া একেবারে দারুণ সুন্দরী ৷ এদিকে প্রিয়াঙ্কা যখন ব্রাইডাল শাওয়ারে ব্যস্ত ঠিক সেই সময়েই নিকের কি ছবি পোস্ট হচ্ছে জানেন ৷ Photo Courtesy - /mimi cuttrell/Instagram Handle
advertisement
6/7
নিক তখন ব্যস্ত বাচ্চা কোলে নিয়ে খেলতে ব্যস্ত ৷ সকলের মনেই গুঞ্জন কে এই খুদে যে নিকের কোলে দারুণ হাসিখুশি ৷ Photo Courtesy - /Instagram Handle
advertisement
7/7
আসলে পিগি চপস ব্যস্ত বলেই নিক জোনাস মজেছিলেন খুদেকে নিয়ে আনন্দে ৷ এটি আসলে ভাইপো ৷ Photo Courtesy - nickyanka18/ Instagram Handle