বলিউডের বিখ্যাত তারকাকে অনেকদিন ধরে পিছু করতেন ক্যাবচালক, শাস্তি পেলেন হাতেনাতে
Last Updated:
advertisement
1/6

গত কয়েক মাস ধরে নিয়মিত পিছু করছিলেন ৷ এক -আধবার নয় বার তিরিশেক এভাবে পিছু করছিলেন ৷ ফলও পেলেন হাতেনাতে আম্বোলি পুলিশ স্টেশনের পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ Representive Image
advertisement
2/6
ক্যাব ড্রাইভার নিয়মিত স্টক করতেন যাঁকে তিনি যে সে বলিউডের জবরদস্ত প্রোডিউসার একতা কাপুর ৷ Photo- Facebook
advertisement
3/6
জিতেন্দ্র-র মেয়ে কিম্বা তুষার কাপুরের বোন হিসেবে বলিউডে তাঁর পরিচিতি নয় ৷ তিনি প্রথমে টেলি দুনিয়ায় হিল্লোল তুলেছিলেন পরে সিনেমার দুনিয়াতেও তাঁর স্বচ্ছন্দ্য পদচারণা ৷ Photo- Facebook
advertisement
4/6
হরিয়ানা থেকে আসা সুধীর রাজেন্দর সিং চাকরির খোঁজ করছিলেন বা পাশাপাশি একতা কাপুরকে নিয়মিত যোগ করার চেষ্টা করতেন ৷ একাধিকবার একতা জানিয়েচেন তিনি ওই ব্যক্তির সঙ্গে কোনওরকম কথা বলতে আগ্রহী নন ৷ File Photo
advertisement
5/6
এরপরেও নিয়মিতভাবে একতা কাপুরকে ফলো করতেন তিনি ৷ শহরের যে প্রান্তেই যান সেখানেই ক্যাব ড্রাইভার এই ব্যক্তি তাঁকে ফলো করে যেতেন ৷ ঘটনা চরমে পৌঁছয় যখন ওই ব্যক্তি জুহুর এক মন্দিরে ফের একতার সঙ্গে কথা বলতে যান ৷ সেখানে একতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন ৷ File Photo
advertisement
6/6
পুলিশ জানিয়েছে একতা কাপুরের সঙ্গে একই জিমে মেম্বারশিপও নিয়েছিলেন তিনি ৷ পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ৷ File Photo