TRENDING:

বুকের কাপড়টুকুও রাখলেন না অভিনেত্রী! ন্যুড ছবি পোস্ট করাতে কেলেঙ্কারি, ব্যাপক ট্রোলড

Last Updated:
ওড়িয়া টেলিভিশন ও ফিল্মেও তিনি কাজ করেছেন৷
advertisement
1/7
বুকের কাপড়টুকুও রাখলেন না অভিনেত্রী! ন্যুড ছবি পোস্ট করাতে কেলেঙ্কারি...
•সোশ্যাল মিডিয়ায় ন্যুড ছবি পোস্ট করে রীতিমতো ট্রোলের মুখে পড়লেন ওড়িয়া অভিনেত্রী সুনীতা গারাবাড়ু৷ ২০১৬-র আইসিসি ওয়ার্ল্ড কাপ টয়েন্টি ২০-র তিনি দারুণ জনপ্রিয় হন৷ নাগপুরে সেই সময় তিনি হোস্ট করেন৷ তারপর আবার তিনি শিরোনামে!
advertisement
2/7
•পেশায় অভিনেত্রী, মডেল এবং সঞ্চালক সুনীতা তাঁর একটি ন্যুড ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে৷ ছবিটি আয়নার সামনে তোলা৷ তাঁর সামনে রয়েছে একটি ফোন এবং পুরো ছবিটাই ধরা দিয়েছে আয়নায়৷ তিনি লিখেছেন যে, স্পেন নিয়ে চিন্তায় বিভোর রোদ মাখা শরীর!
advertisement
3/7
•শিল্পীর নজরে এই ছবি দারুণ সুন্দর৷ তাই অনেকে তাঁর এই ছবিতে ভাল মন্তব্য করেছেন৷ লিখেছেন, সাহসী বা সুন্দর৷
advertisement
4/7
•তবে নেতিবাচক মন্তব্যও উঠে এসেছে প্রচুর৷ কেউ কেউ লিখছেন যে এই ছবি পোস্ট করে তিনি গোটা ওড়িয়া জাতির মাথা নিচু করেছেন৷
advertisement
5/7
•তবে এর পরিপ্রেক্ষিতে কোনও উত্তর করেননি সুনীতা৷
advertisement
6/7
•আইপিএল ছাড়াও, চ্যাম্পিয়ান্স ট্রফি হকি এবং হকি ইন্ডিয়া লিগের হোস্টের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে৷
advertisement
7/7
•ওড়িয়া টেলিভিশন ও ফিল্মেও তিনি কাজ করেছেন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
বুকের কাপড়টুকুও রাখলেন না অভিনেত্রী! ন্যুড ছবি পোস্ট করাতে কেলেঙ্কারি, ব্যাপক ট্রোলড
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল