TRENDING:

বলিউড ছবির অন্তরঙ্গ দৃশ্যে নিজেকে সামলাতে পারেননি যে সব অভিনেতারা...

Last Updated:
অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছে সেটে যে নায়িকারা লজ্জার মুখে পড়েছেন এবং পরবর্তীতে সেই অভিনেতাদের সঙ্গে আর কাজ করতে চাননি৷
advertisement
1/6
বলিউড ছবির অন্তরঙ্গ দৃশ্যে নিজেকে সামলাতে পারেননি যে সব অভিনেতারা...
▪️বলিউডে এমন অনেক রোম্যান্টিক অন্তরঙ্গ দৃশ্য বা ধর্ষণের দৃশ্য শ্যুটের সময় বহু ক্ষেত্রে নায়িকাদের পড়তে হয়েছে অভিনেতাদের অভ্যবতার জালে! অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছে সেটে যে নায়িকারা লজ্জার মুখে পড়েছেন এবং পরবর্তীতে সেই অভিনেতাদের সঙ্গে আর কাজ করতে চাননি৷ পেশাদারি মনোভাব সরে গিয়ে কোথাও অভিনেতাদের ব্যক্তিগত আবেদন ধরা পড়েছে নায়িকাদের সমানে৷ আর তাতেই বেড়েছে অস্বস্তি৷ বলিউডের তেমনই কিছু শ্যুটিং-এর ঘটনা তুলে ধরা হল৷
advertisement
2/6
মিঠুন এবং মাধুরীর ছবি প্রেম প্রতিজ্ঞায় এমন একটি ঘটনা ঘটেছিল৷ তবে সেটি মিঠুন নন, ঘটেছিল রঞ্জিত ও মাধুরীর মধ্যে৷ সেই ছবিতে খলনায়কের ভূমিকায় ছিলেন রঞ্জিত৷ একটি দৃশ্যে তিনি সত্যিকারের মাধুরীর ওপর জোর করার চেষ্টা করেন৷ তিনি শ্যুটে মেজাজ হারিয়ে ফেলেন যা দেখে মাধুরীও মারাত্মক ভয় পয়ে যান!
advertisement
3/6
▪️একই রকমভাবে দয়াবান ছবি বিনোদ খান্নার সঙ্গে মাধুরীর অন্তরঙ্গ দৃশ্য শ্যুট ছিল৷ সেখানে তিনি যেন সত্যি সত্যিই মাধুরীর সৌন্দর্য্যে মোহিত হয়ে যান ও শ্যুটিং চলাকালীনই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মাধুরীর ওপর যৌনতা প্রয়োগ করেন৷ এই দৃশ্য নিয়ে পরে অনেক সমালোচনাও হয়৷
advertisement
4/6
▪️জয়াপ্রধার সঙ্গে একটি ছবিতে অভিনয় করছিলেন দলিপ তাহিল৷ শ্যুটির শুরু হতেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দলিপ৷ জয়াপ্রদাকে বহপূর্বক ধরে ফেলেন৷ এতে জয়ার ওপর চাপ তৈরি হয়৷ নিজেকে দলিপের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ন জয়া৷ তারপর তিনি দলিপকে চড় মারেন এবং তাঁকে মনে করিয়ে দেন যে এটি বাস্তব নয়, ছবির শ্যুট চলছে৷
advertisement
5/6
▪️ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির একটি দৃশ্যে ছিল যেখানে এভলিন শর্মা হাঁটুতে আঘাত পান এবং রণবীর সেই হাঁটুতে হাত দিয়ে শেষ পর্যন্ত ফ্লার্টিং করবেন৷ যানা যায় যে, সেই দৃশ্য করতে করতে রণবীর এতটাই মগ্ন হন যে তিনি এলভিনের সঙ্গে ফ্লার্ট করতেই থাকেন৷ এমনকি পরিচালক কাট বলার পরও!
advertisement
6/6
▪️সম্প্রতি জ্যাকলিন ও সিদ্ধার্ত মলহোত্রার ছবি অ্যা জেন্টিলম্যানের শ্যুটিং-এ তাদের মধ্যে দারুণ রসায়নের কথা শোনা যাচ্ছিল৷ তাঁদের একটি চুম্বনের দৃশ্য শ্যুটের সময় দু’জনে এমনভাবে চুম্বনরত ছিলেন যে, পরিচালক কাট বলার পরও তাঁদের হুঁশ ছিল না৷ এ যেন বাস্তবে একে অপরকে চুমু খাচ্ছিলেন সিদ্ধার্থ-জ্যাকলিন৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
বলিউড ছবির অন্তরঙ্গ দৃশ্যে নিজেকে সামলাতে পারেননি যে সব অভিনেতারা...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল