বুকের আঁচল খসলো, আলুলায়িত কেশজালে ঢাকল মালাইকার মুখ, ফটো ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
লাস্যে, সৌন্দর্য্যে যেন বলে বলে গোল দিচ্ছেন ‘কচি’তন্বীদের ...
advertisement
1/6

মালাইকা অরোরা কখনই নিজেদের ফ্যানদের বিমুখ করেন না৷ শীত-গ্রীষ্ম-বর্ষা মালাইকার সোশ্যাল হ্যান্ডেলের হট ছবিই ভরসা৷ Photo Courtesy- Malaika Arora/Instagram Handle
advertisement
2/6
মডেলিংয়ের ছবি থেকে জিমের ছবিতেই সবতেই চল্লিশের কোঠায় ব্যাটিং করা মালাইকার লাস্য ও যৌবন উপচে যায়৷ Photo Courtesy- Malaika Arora/Instagram Handle
advertisement
3/6
দিন কয়েক আগেই পরণে শুধু সাদা শার্ট এবং লং বুটে আগুন লাগিয়েছিলেন ফ্যানদের মনে৷ Photo Courtesy- Malaika Arora/Instagram Handle
advertisement
4/6
Photo Courtesy- Malaika Arora/Instagram Handle
advertisement
5/6
একের পর এক ছবিতে নিজেই যেন নিজেকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মালাইকা৷Photo Courtesy- Malaika Arora/Instagram Handle
advertisement
6/6
তবে ঠিক একদিন আগে মালাইকা নিজের পুরনো একটি সাদা কালো ছবি দিয়েছেন৷ যা দেখে আর চোখ সরাতে পারছেন না নেটিজেনরা৷ সাদা কালোয় ক্ষেতের মধ্যে দৌড়চ্ছেন মালাইকা৷ উন্মুক্ত বক্ষদেশ, একহাতে আঁচল ধরে রয়েছেন৷ মেঘবরণ একঢাল কালো চুলে ঢেকেএছ কোমল মুখ৷ শরীরি আবেদনে কচি তন্বীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন মালাইকা৷ Photo Courtesy- Malaika Arora/Instagram Handle