Gossip: বয়ফ্রেন্ড কেএল রাহুলকে নিয়ে সোহাগে মাখামাখি আথিয়া শেট্টির, এদিকে মুখ খুললেন ‘এই’ দক্ষিণী অভিনেত্রী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এক প্রেমিকা তো খুল্লমখুল্লা বয়ফ্রেন্ড কেএল রাহুলের সঙ্গে ছবি দিচ্ছেন, অন্য কেউ কি তাঁকে লুকিয়ে ভালবাসছে!
advertisement
1/6

#মুম্বই: ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি কেএল রাহুলের (KL Rahul) আজ জন্মদিন (Birthday)৷ তাঁর সঙ্গে আথিয়া শেট্টির প্রেম আর গসিপ (Gossip) বা কান ফিসফিস ঘটনা নয়৷ বেশ ফলাও করেই বয়ফ্রেন্ডের সঙ্গে আদর, সোহাগ মাখা ছবি পোস্ট করেন আথিয়া (Athiya Shetty)৷ কিন্তু এই জন্মদিনের এক দক্ষিণী অভিনেত্রী মুখ খুললেন তাঁর আর কেএল রাহুলের জমাট কেমিস্ট্রি নিয়ে৷
advertisement
2/6
কেএল রাহুলের জন্মদিন ‘এনি হোয়ার উইথ ইউ, হ্যাপি বার্থডে’ ট্যাগলাইন দারুণ রোমান্টিক ছবি পোস্ট করেছেন আথিয়া শেট্টি৷ কিন্তু কেএল রাহুলের সঙ্গে যে দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়ালকে (Nidhi Agarwal) নিয়ে গসিপ তিনি কেএল রাহুলের জন্মদিনে কোনও সোশ্যাল মিডিয়ায় উইশ করেননি
advertisement
3/6
আসলে দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়াল আর কেএল রাহুল একে অপরের সঙ্গে ডেট করছেন এই খবর সামনে এসেছিল৷ কিন্তু পরে এই নিয়ে আর চুপ করে থাকেননি নিধি৷ তিনি নিজেদের বিশেষ সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসেন৷
advertisement
4/6
নিধি পরিষ্কার দাবি করেছেন কেএল রাহুলের সঙ্গে তাঁর প্রেম ভালবাসার সম্পর্ক নয়৷ তাঁরা দুজনে ভাল বন্ধু ৷ এর বাইরে তাঁদের নিয়ে যা লেখা হয় তা পুরোটাই মুচমুচে গসিপ, কোনও ভিত্তি নেই সেই কথাগুলির৷
advertisement
5/6
নিধি আরও জানিয়েছেন রাহুলকে তিনি ভালভাবেই চেনেন কিন্তু তাঁরা কখনও বাইরে জাননি!তিনি রাহুলের সঙ্গে প্রথম সাক্ষাৎকারের বিষয়েও বলেছেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচ ছিল লন্ডনে সেখানে ভারত পাকিস্তানকে হারিয়ে দেয়৷ তাই তিনি টিম হোটেলে গিয়েছিলেন দলকে অভিনন্দন জানাতে, সেখানেই তাঁদের আলাপ হয়৷
advertisement
6/6
নিধি আগরওয়াল ২০১৭ সালে মুন্না মাইকেল সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন কিন্তু ফিল্ম ফ্লপ হয়৷ তবে এরপর থেকে তিনি দক্ষিণী ছবিতে কাজ করেন৷