জ্যাকেটের মধ্যে উঁকি সাদা Bikini-র, জাহ্নবীর পোশাক আপনিও পেতে পারেন অনলাইনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
হিরোইনদের বিকিনি কি অনেক দামী? অনলাইনে সার্চ করে জেনে নিন কত দামের পোশাক গায়ে পরেন জাহ্নবী৷
advertisement
1/7

জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor) বলিউডের (Bollywood) স্টার কিডদের তালিকায় যাদের নাম প্রথমের সারিতে থাকে তাদের মধ্যে অন্যতম জাহ্নবী অন্যতম৷ বিকিনি লুকে (bikini) তিনি নিয়মিত সোশ্যালহ্যান্ডেল আগুন লাগান৷ এবার তিনি একেবারে নগ্নতা গায়ে মেখে বিকনিকে সঙ্গী করলেন তাই নয়৷ এবার তিনি একেবারে জ্যাকেটের মধ্যে পরলেন সাদা বিকিনি৷ Photo Courtesy- Instagram
advertisement
2/7
বলিউডের সুন্দরীদের নিয়ে একাধিক গসিপ (gossip) থাকেই৷ তাঁদের পোশাকের দাম থেকে হিলের উচ্চতা সব নিয়েই চলে গুঞ্জন৷ অথচ যে পোশাক পরে হট অবতারে আগুন জ্বালাচ্ছেন জাহ্নবী সেটা কিন্তু অনলাইনে সাধারণ মানুষও কিনতে পারে৷ যা খুবই পকেটের আয়ত্তের মধ্যে৷ বিভিন্ন অনলাইন স্টোর একাধিক এই ধরণের সাদা বিকিনি টপ ও প্যান্টি রয়েছে৷ Photo Courtesy- Instagram
advertisement
3/7
দেড় হাজার টাকা থেকে শুরু করে আড়াই হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে এই সাদা বিকিনি টপ৷ আর এই সাদা নিম্নাঙ্গের অন্তর্বাসের দামও হাজার -বারশো টাকার মধ্যে৷ Photo Courtesy- Instagram
advertisement
4/7
একাধিক সময়েই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে থাকেন সুন্দরী জাহ্নবী৷ Photo Courtesy- Instagram
advertisement
5/7
Photo Courtesy- Instagram
advertisement
6/7
বিভিন্ন সময়ে সাদা -রঙিন বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরান তিনি৷ Photo Courtesy- Instagram
advertisement
7/7
Photo Courtesy- Instagram