TRENDING:

‘আপনার পরণের ক্রপটপটি ছোট্ট, একটা জ্যাকেট পরে নিন’ মডেলকে পরামর্শ বিমানসেবিকার, তারপর...

Last Updated:
নীতি পুলিশগিরি ফ্লাইট অ্যাটেনডেন্টের, তারপর কেলেঙ্কারির একশেষ...দেখে নিন ঠিক কতটা ‘ছোট্ট’ পোশাক পরেছিলেন মডেল৷
advertisement
1/8
‘আপনার পরণের ক্রপটপটি ছোট্ট, একটা জ্যাকেট পরে নিন’ মডেলকে পরামর্শ বিমানসেবিকার
ইসাবেলা এলানোরে একজন ইনস্টাগ্রাম মডেল ৷ তাঁকে যদি নাও চিনে থাকেন এবার তাঁকে চিনে নিতে পারবেন৷ কারণ এমন কাণ্ড ঘটিয়েছে অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স জেটস্টারের স্টাফরা যে যাঁরা ডাকসাইটে এই আন্তর্জাতিক সুন্দরীকে চিনতেন না তাঁরাও চিনে ফেলেছেন৷ Photo Courtesy- Isabelle Eleanore/Instagram
advertisement
2/8
ইসাবেলাকে ফ্লাইটে যাত্রা করতে দিতে অস্বীকার করেন এক ফ্লাইট অ্যাটেটডেন্ট৷ তাঁর দাবি অনুযায়ি ইসাবেলার পরণের টপটি খুবই ছোট্ট! তাঁর ক্রপটপটি এতটা ছোট এই কথা শুনে প্রচণ্ড রেগে যান ইসাবেলা৷ Photo Courtesy- Isabelle Eleanore/Instagram
advertisement
3/8
ইসাবেলাকে জ্যাকেট পরে নিতে বলে ফ্লাইট অ্যাটেনডেন্ট৷ সেই সময় ইসাবেলার কাছে কোনও জ্যাকেট ছিল না৷ তাই ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁর টিমের সঙ্গে কথা বলে তাঁর জন্য একটি জ্যাকেট আনিয়ে দেয়৷ মডেল একটি কালো ক্রপ টপ ও ব্লু জিনস পরেছিলেন৷ Photo Courtesy- Isabelle Eleanore/Instagram
advertisement
4/8
ইসাবেলা গোল্ড কোস্ট থেকে মেলবোর্নে যাচ্ছিলেন৷ ইসাবেলা তাঁর স্বামীর সঙ্গে ঘুরতে যাচ্ছিলেন৷ Photo Courtesy- Isabelle Eleanore/Instagram
advertisement
5/8
ইসাবেলা জানান তাঁকে ফ্লাইট অ্যাটেনডেন্ট বলেন তিনি যেন জাম্পার বা জ্যাকেট পরে নেন৷ ইসাবেলা প্রথমে ভেবেছিলেন মেলবোর্নে ঠাণ্ডা হওয়ায় এধরণের কথা বলছেন৷ কিন্তু তাঁকে জ্যাকেট পরানোর জন্য তাঁকে সমস্ত প্যাসেঞ্জারের সামনে দাঁড় করিয়ে রাখেন তারপর একটি ভেস্ট যোগাড় করে তাঁকে পরিয়ে দেওয়া হয়৷ Photo Courtesy- Isabelle Eleanore/Instagram
advertisement
6/8
সকলের সামনে দিয়ে সেটা পরে তবেই নিজের সিটে যেতে পারেন তিনি৷ তাঁর টপ খুবই ছোট হওয়ায় এই সিদ্ধান্ত নেন ফ্লাইটের অ্যাটেনডেন্ট৷ Photo Courtesy- Isabelle Eleanore/Instagram
advertisement
7/8
advertisement
8/8
এরপর অবশ্য Jetstar ফ্লাইট অ্যাটেনডেন্টের এই ব্যবহারের জন্য মডেলের কাছে ক্ষমা চান৷ তাঁরা জানিয়েছেন এয়ারলাইন্সের পলিসি-বুঝতে কিছু অসুবিধা হয়েছে তার জেরেই এই ভুল বোঝাবুঝি৷ Photo Courtesy- Isabelle Eleanore/Instagram
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘আপনার পরণের ক্রপটপটি ছোট্ট, একটা জ্যাকেট পরে নিন’ মডেলকে পরামর্শ বিমানসেবিকার, তারপর...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল