অভিষেক করতে চলেছে বয়ফ্রেন্ড, রক্তমাখা লাল মুখের ছবি পোস্ট ইশান কিষাণের গার্লফ্রেন্ডের!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বয়ফ্রেন্ডের সাফল্যের দিনে এ কীরকম ছবি পোস্ট গার্লফ্রেন্ডের!!!
advertisement
1/5

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল ৭ উইকেটে জিতেছে৷ ম্যাচে অভিষেককারী ইশান কিষাণ (Ishan Kishan) স্টার হয়ে সামনে এসেছেন৷ নিজের প্রথম ম্যাচে ৫৬ রানের দারুণ ইনিংস খেলেছেন৷ তিনিই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন৷ আহমেদাবাদের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ইশান কিষাণ শিখর ধাওয়ানের জায়গায় ওপেনিং করতে নামেন৷ তিনিও যেমন অভিষেক ম্যাচেই শিরোনাম ছিনিয়ে নিয়েছেন, ঠিক তেমনিই বয়ফ্রেন্ডের অভিষেক ম্যাচেই শিরোনামে উঠে এলেন ইশান কিষাণের গার্লফ্রেন্ডও৷ Photo- Instagram
advertisement
2/5
বাজারের গসিপ (gossip) অনুযায়ি তরুণ ইশান কিষাণের গার্লফ্রেন্ডের নাম অদিতি হুণ্ডিয়া (aditi hundia)৷ ইশান কিষাণের অভিষেকের ঠিক আগেই নিজের মুখ লাল রক্তে রাঙিয়ে নেন তাঁর গার্লফ্রেন্ড৷ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে নিজের লাল মুখের ছবি পোস্ট করেন তিনি৷ Photo- Instagram
advertisement
3/5
আসলে এই ছবি তাঁর একটি ট্রিটমেন্টের অংশ প্ল্যাটিলেট রিচ প্লাজমা থেরাপি ৷ এই ট্রিটমেন্টে শরীর থেকে ৩০ মিলিলিটার রক্ত বার করা হয়৷ তারপর এই রক্তকে প্লাজমায় পরিণত করে ইঞ্জেকশনের মাধ্যমে মুখের যে জায়গায় প্রয়োজন সেখানেই ঢোকানো হয়৷ এটা ত্বকে উপস্থিত কোলেজন নামের একপ্রকার প্রোটিনকে বাড়াতে সাহায্য করে৷ এতে বয়সের সঙ্গে সঙ্গে ত্বকে আসা রিঙ্কলসের সমস্যা আসতে দেয় না৷ Photo- Instagram
advertisement
4/5
অদিতির চেহারার এই ট্রিটমেন্টের জন্য চেহারাতে এরকমভাবে রক্ত দেখা গেছে৷ ইশানের বান্ধবী অদিতি পেশায় মডেল৷ ইশানকে অভিষেকের শুভেচ্ছা জানিয়ে দারুণ একটি ছবি নিজের স্টোরিতে শেয়ার করেছেন৷ Photo- Instagram
advertisement
5/5
নিজের সঙ্গে ইশানের ছবি শেয়ার করার পাশাপাশি ইশানের ক্যাপ নেওয়ার ছবিও পোস্ট করেছেন৷ অদিতি ২০১৭ -র মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন৷ Photo- Instagram