নিজের সাত বছরের ছেলের সঙ্গে Nude Photoshoot অভিনেত্রী মায়ের, হল তিন মাসের জেল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
হলিউডের সঙ্গে সম্পর্ক খুব জোরদার তা বলে কী করে এরকম কাজ করতে পারেন একজন মা? প্রশ্ন তুললো আদালত৷
advertisement
1/5

ঘানার অভিনেত্রী রোজমেড ব্রাউন (Rosemond Brown) নিজের ছেলের জন্মদিনে এক অভিনব কাজ করে ফেললেন৷ সেই বিশেষ দিন সেলিব্রেট করলেন৷ নিজের ছেলের সঙ্গেই নগ্ন (Nude Photoshoot) করেন তিনি৷ আর তারপরেই চরম পদক্ষেপ৷ Photo- Collected
advertisement
2/5
দেশ মোটেই ভালো চোখে দেখেনি হলিউডের এই অভিনেত্রীর দুঃসাহসী এই কাজ৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ি এর জেরে সেখানের আদালত তাকে দোষী অভিযুক্ত করেছে৷ তার বিরুদ্ধে অভিযোগ অশ্লীলতা ও ঘরোয়া হিংসা ছড়ানোর অভিযোগ৷ তাঁকে তিন মাসের সাজা শোনানো হয়েছিল৷Photo- Collected
advertisement
3/5
ঘানার রাজধানী আক্রা কোর্টে এই সাজা শোনানো হয়েছিল৷ রোজমেড ২০২০ সালের জুন নিজের ছেলের সাত বছরের জন্মদিন উপলক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছিলেন৷ সেই সময়েই এই ছবি তোলা হয়েছিল৷ এতে অভিনেত্রীর গা নিজের চুল দিয়ে ঢেকেছিলেন তার গায়ে একটা সুতোও ছিল না৷ তাঁর ছোট ছেলের পরণে ছিল শুধু অন্তর্বাস৷ Photo- Collected
advertisement
4/5
এই ছবি সামনে আসার পরেই তাঁর ওপর একাধিক মানুষ মন্তব্য করতে শুরু করেন৷ তাঁকে সোশ্যাল মিডিয়া থেকে ছবি ডিলিট করে দিতে হয়৷ তিনি নিয়মিতই সোশ্যাল হ্যান্ডেলে তাঁর ছেলের সঙ্গে ছবি পোস্ট করেন৷ Photo- Collected
advertisement
5/5
রোজমন্ডের ছবি নিয়ে উত্তাল হওয়ার পর গোটা দেশের জনরোষে আদলতে যেতে হয়৷ কোর্টে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়৷ আমেরিকার একাধিক গায়ক ও অভিনেতা তাঁকে সমর্থণ করে ট্যুইট করেন৷ অভিনেত্রী লিখেছিলেন প্রচুর হলিউডের অভিনেতা ন্যু়ড ফটোশ্যুট করান৷ তাই এই আইডিয়া তাঁর ভালো লেগেছিল তাই এই ছবি তুলেছিলেন বলে জানিয়েছিলেন অভিযুক্ত অভিনেত্রী৷ যদিও এখন এই অভিনেত্রী (Akuapem Poloo) জামিন পেয়েছেন৷ Photo- Collected