HBD: Monalisa 39-এও আগুন ঝরাচ্ছেন! সমুদ্রের নীল জলে উথলে পড়ছে ভরা যৌবন! Hot ছবিতে ঝড় উঠেছে, আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Monalisa|Antara Biswas|Bigg Boss fame Monalisa|Bollywood|Gossip|Latest Entertainment News|Happy Birthday Monalisa: সারা শরীর জুড়ে শুধুই ঝড় উঠেছে, আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
advertisement
1/6

ভোজপুরী ছাড়াও মোনালিসা (Monalisa), বাংলা (Bengali), ওড়িশা (Odia), কন্নড় (Kannada) ও তেলুগু (Telugu) ছবিতে কাজ করেছেন মোনালিসা ৷ বলিউডের নানান ছবিতে অভিনয় করেছেন ৷ সেখানে তাঁর উপস্থিতি বিশেষ ভাবে চোখে পড়েছে ৷ অনেকেই জানেন না অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan) অভিনীত বান্টি অউর বাবলি (Bunty Aur Babli) ছবিতে ডান্সার হিসাবে দেখতে পাওয়া গিয়েছে মোনালিসাকে ৷
advertisement
2/6
এই অভিনেত্রী অর্থাৎ মোনালিসাকে সারা দেশের মানুষ বিশেষ রূপে সমাদর করে থাকেন ৷ বিগ বস ১০-এ দেখতে পাওয়া গিয়েছে মোনালিসাকে ৷ সেখানেই মত্রু পঞ্জাবি ও মনবীর গুর্জরের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে বেশ চর্চা করা হয়েছে ৷
advertisement
3/6
বিস বসের ঘরে মোনালিসা তাঁর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে সাত পাকে ঘুরে ছিলেন এই শোয়ের আগে মোনালিসা বেশ কিছু বিয়ে হয়েছে তা দীর্ঘদিন পর্যন্ত চলেনি ৷ মোনালিসা ও বিক্রান্ত সিং রাজপুতের বিবাহিত জীবনে অত্যন্ত সুখের সঙ্গে বসবাস করেন ৷ সম্প্রতি এই জুটি গোয়া থেকে ফিরে এসেছেন ৷
advertisement
4/6
মোনালিসা ও বিক্রান্ত ভোজপুরী ছবি অত্যন্ত জনপ্রিয় জুটি ৷ মোনালিসা নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করেন কেননা তিনি বিক্রান্তের মত স্বামী পেয়েছেন ৷ এই কথা অভিনেত্রী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন ৷ তবে মোনালিসা ও বিক্রান্তের জুটি সবারই পছন্দের ৷
advertisement
5/6
জানা গিয়েছে মোনালিসার নাম একজন বয়সে বড় ব্যক্তির সঙ্গে জুড়েছিল ৷ এমন আগে প্রচলিত ছিল মোনালিসা বিক্রান্তের আগে কোনও বয়স্ক মানুষের সঙ্গে ডেট করতেন ৷ যদিও এই খবর একেবারেই অসত্য বলে উড়িয়ে দিয়েছেন মোনালিসা ৷
advertisement
6/6
মোনালিসা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে যখন তিনি এই খবর দেখেছিলেন তখন থেকেই অত্যন্ত বিব্রত হয়েছিলেন ৷ কেউ আমার সঙ্গে কথা বলে বা অনুমতি নিয়ে এমন লিখতে পারেন কী করে? বিক্রান্ত প্রথমে এই রিপোর্ট দেখেছিলেন তারপরে তাঁকে দেখিয়েছেন ৷ হেসেছিলেন কিন্তু বর্তমানে এই বিষয়ে হাসির থেকে বিরক্তি আসছে বেশি কেননা ভক্তরাও বিষয়টি ভাবতে শুরু করেছেন ৷