TRENDING:

নিজের স্ত্রী-র ‘আপত্তিজনক’ ও ‘ব্যক্তিগত’ মুহূর্তের ভিডিও লিক করিয়েছিলেন সনৎ জয়সূর্য

Last Updated:
মাতারা ড্যাশার নামে গোটা ক্রিকেট দুনিয়া তাঁকে একবাক্যে চেনে, বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সনৎ জয়সূর্যর ব্যক্তিগত জীবনে নাকি একাধিক কেলেঙ্কারি!
advertisement
1/6
নিজের স্ত্রীর ‘আপত্তিজনক’ ও ‘ব্যক্তিগত’ মুহূর্তের ভিডিও লিক করিয়েছিলেন জয়সূর্য
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ও বিস্ফোরক ওপেনার হিসেবেই ক্রিকেট দুনিয়া কুর্নিশ করে সনৎ জয়সূর্যকে (Sanath Jayasuriya)৷ তাঁর ক্রিকেট কেরিয়ার যতটাই উজ্জ্বল, ব্যক্তিগত জীবন ঠিক ততটা কালো অন্ধকার ও বিবাদ ঘেরা৷ -Former SL cricketer Sanath Jayasuriya's third wife Maleeka sirisenage's controversial viral video
advertisement
2/6
২০১৭ সালে নিজের তৃতীয় স্ত্রী মলিকা সিরিসেনার (Maleeka Sirisena) সেক্স টেপ লিক করে দিয়েছিলেন খোদ তাঁর বর অর্থাৎ সনৎ জয়সূর্য! তাও আবার বদলা নেওয়ার অভিসন্ধি থেকে করেছিলেন জয়সূর্য৷ জেনে নিন পুরো গল্পটা আসলে কী?
advertisement
3/6
জয়সূর্য প্রথম বিয়ে করেছিলেন ১৯৯৮ সালে৷ এয়ার শ্রীলঙ্কার গ্রাউন্ড স্টাফ সুমুদ্দু করুণানায়ককে করেছিলেন৷ কিন্তু সেই বিয়ে মাত্র এক বছর টিকেছিল৷
advertisement
4/6
এরপর তিনি ২০০০ সালে এয়ারহোস্টেস সান্দ্রা ডি সিলভা-র সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন৷ এই বিয়ে থেকে তাঁর তিনজন সন্তানও রয়েছ৷ ২০২১২ সালেফের তিনি মলিকা সিরিসেনা-র সঙ্গে প্রেমের খেলায় মজেন৷
advertisement
5/6
মলিকার কারণে নিজের দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্সও দিয়ে দেন সনৎ জয়সূর্য৷ মলিকার সঙ্গে একটি মন্দিরে লুকিয়ে বিয়ে করেছিলেন মাতারা ড্যাশার৷ মলিকা সিরিসেনা পেশায় অভিনেত্রী৷
advertisement
6/6
যদি মলিকা বিয়ের কিছুদিনের মধ্যেই জয়সূর্যকে ছেড়ে চলে যান৷ তারপর তিনি এক ব্যবসায়ীকে বিয়ে করে নেন৷ এরপরেই বদলার আগুনে জ্বলতে থাকা জয়সূর্য নিজের বউয়ের অন্তরঙ্গ ও ব্যক্তিগত মুহূর্তের ভিডিও লিক করে দেন!
বাংলা খবর/ছবি/খেলা/ক্রিকেট/
নিজের স্ত্রী-র ‘আপত্তিজনক’ ও ‘ব্যক্তিগত’ মুহূর্তের ভিডিও লিক করিয়েছিলেন সনৎ জয়সূর্য
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল