Bollywood Actress Viral Photo: নাকে আঙুল প্রিয়াঙ্কা চোপড়ার, জিভ ভ্যাঙাচ্ছেন করিনা কাপুর, পোশাক খুলে যাচ্ছে দীপিকা পাড়ুকোনের! নায়িকাদের 'বেকায়দার' ছবি ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কখনও খুলে পড়ছে পোশাক তো কখনও মুখের ভঙ্গি অন্যরকম (Bollywood actress awkward photo), বলিউড নায়িকাদের হাস্যকর ছবি৷
advertisement
1/6

•বলিউড ইন্ডাস্ট্রি মানেই ফ্যাশন সচেতন৷ নায়িকাদের গ্ল্যামার নজরে পড়ার মতো৷ বি-টাউন সেলিব্রিটিরা প্রায়ই নতুন ফ্যাশন ট্রেন্ড নিয়ে লাইমলাইটে থাকেন। ক্যামেরার সামনে তাঁরা সবসময় সজাগ। তারপরও এমন মুহূর্ত ধরা পড়ে যেখানে তাদের মুখের অঙ্গভঙ্গি থাকে অন্যরকম, একেবারেই নায়িকা সুলভ নয়৷ যা দেখে মজা পান সাধারণ মানুষ৷ এমনই কিছু নায়িকাদের বেকায়দার ছবি রইল৷
advertisement
2/6
•'থালাইভি' অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর সাহসী ইমেজের জন্য পরিচিত৷ যিনি তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। এহেন কঙ্গনাকে বহুবার বিচিত্র মুখভঙ্গিমায় দেখা গিয়েছে। তাঁর অজান্তেই৷
advertisement
3/6
•বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বহু পুরুষের প্রিয়। মহিলারাও তাঁর স্টাইল ফলো করেন৷ কিন্তু সেই দীপিকার ছবি ধরা পড়ল ভুল পোশাকের জন্য এবং অদ্ভূত মুখের কায়দায়৷
advertisement
4/6
•তিনি এখন আর শুধু দেশের নয়, বিশ্বের নাগরিক হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া জোনস৷ তাঁর অসাধারণ স্টাইল স্টেটমেন্টের জন্য তিনিও বিখ্যাত৷ তবে কখনও কখনও এই অভিনেত্রীর কার্যকলাপ বিভ্রান্তিতে ফেলেছে তাঁকেই!
advertisement
5/6
•কারিনা কাপুর খান বি-টাউনের অন্যতম সুন্দর ও স্টাইলিশ তারকা। তিনি খুবই চনমনে৷ তবে নিজের ব্যাপারে অত্যন্ত সচেতম করিনাও ধরা দিয়েছেন এমন সব অবতারে, যা দেখে পরে তিনিই লজ্জা পেয়েছেন নিশ্চয়ই৷
advertisement
6/6
•প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। বিশ্বসুন্দরীর তকমা থাকলেও বেশ কয়েকবার পোশাকের ভুলভ্রান্তির জন্য শিরোনামে এসেছেন তিনিও৷