Saif Kareena second child: জ্যোতিষীদের কথা মিলল না, আবারও ছেলেরই মা হলেন করিনা!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বেবো এবার কন্যা সন্তানের জন্ম দেবেন, এমনই ভবিষ্যদ্বাণী হয়েছিল৷ তবে সব মিথ্যে প্রমাণ করে ফের ছেলে এল করিনার কোলে৷
advertisement
1/6

•দ্বিতীয়বার মা হলেন করিনা আর চতুর্থবার বাবা হলেন সইফ৷ করিনা-সইফের ছেলে তৈমুর পেল তার ভাই৷ নাম এখনও ঠিক হয়নি সদ্য ভূমিষ্ট নবাবের৷ ১৫ তারিখ নাগাদ ডেলিভারি ডেট ছিল করিনার৷ ২১ ফেব্রুয়ারি জন্ম হল করিনার ছোট ছেলের৷
advertisement
2/6
•মোটামুটি ১৭ তারিখ থেকেই করিনাকে আর বাইরে দেখা যায়নি৷ তাই শেষের দিকে জল্পনা বাড়ছিল৷ সকলেই যেন সন্তান জন্মের সময়টার জন্য অপেক্ষা করছিলেন৷
advertisement
3/6
•জনৈক এক জ্যোতিষী ভাগ্যগণনা করে জানান যে, করিনার এবার মেয়ে সন্তান হবে৷ এই জ্যোতিষীই ক্যাপ্টেন কোহলি ও অনুষ্কার বিষয় ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ জানিয়েছিলেন যে তাঁদের মেয়ে হবে৷ এবং সেই মতো মেয়েও হয় বিরুষ্কার৷ তাই সকলে এই জ্যোতিষীর বাণীর উপর ভরসা করেছিল৷
advertisement
4/6
•সকলের আশা ছিল যে, এক ছেলের পর এবার মেয়ে হলে করিনা৷ অর্থাৎ আগের স্ত্রী অমৃতার যেমন এক ছেলে ও এক মেয়ে রয়েছে, তেমনই সইফের দ্বিতীয় স্ত্রী করিনার ছেলের পর মেয়েই হবে৷ কিন্তু এই তথ্য মিলল না৷ ভাই হল তৈমুরের৷
advertisement
5/6
•করিনা ও পুত্র সন্তান সুস্থ রয়েছে, জানানো হয়েছে পরিবারের তরফে৷ এখন তৈমুরের ভাইয়ের এক ঝলক দেখতে ব্যস্ত নেটদুনিয়া৷
advertisement
6/6
•২৪ ঘন্টায় এখন হাসপাতাল ও তারকা দম্পতির নতুন বাড়ির সামনে ক্যামেরা তাক করে বসে রয়েছেন পাপারাৎজিরা। ফলে করিনাকে দ্বিতীয় সন্তানের ছবি কোনও ভাবেই মিস হবে না তাদের লেন্স থেকে। (তৈমুরের জন্মের ছবি)