Astrologer predicts Katrina Kaif-Vicky Kaushal's married life: জ্যোতিষীর চোখে, ক্যাটরিনা-ভিকি কৌশলের বিবাহিত জীবন, কেমন হবে সেই রূপকথা?
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Astrologer predicts Katrina Kaif-Vicky Kaushal's married lifeKatrina Kaif-Vicky Kaushal Marriage|Astrological Prediction over future of Katrina Kaif and Vicky Kaushal's married life|Bollywood|Gossip: কী হবে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের ভবিষ্যত?
advertisement
1/8

একটি বিশেষ খবর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিমাণে ভাইরাল ৷ বলিউড তারকা বিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ের আলোচনা সোশ্যাল মিডিয়ায় দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/8
বিয়ের (Marriage between Katrina Kaif and Vicky Kaushal ) অর্থাৎ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা নতুন করে জীবন শুরু করার আগে অনেক রকমের প্রস্তুতি নিতে হয় ৷ পোশাক থেকে বিয়ের নানান প্রস্তুতি সবেতেই ৷ ফাইল ছবি ৷
advertisement
3/8
ক্যাটরিনা ও বিকি কৌশলের বিয়ে (Post marriage how will their life) ও তার পরবর্তী জীবন নিয়ে সেলিব্রিটি জ্যোতিষি পণ্ডিত জগন্নাথ গুরুজি জানিয়েছেন কেমন হবে বিবাহিত উত্তর জীবন ৷ ফাইল ছবি ৷
advertisement
4/8
জ্যোতিষ গণনা নির্ভর করে বলে পারা যায় যে ক্যাটরিনা ও বিকি কৌশলের জীবন অত্যন্ত গোপন (Zodiac effect after Katrina Kaif and Vicky Kaushal's wedding) ৷ ব্যক্তিগত জীবন নিয়েই থাকেন ক্যাট-বিকি ৷ প্রচারের আলো থেকে সর্বদা দূরেই থাকেন এঁরা ৷ ফাইল ছবি ৷
advertisement
5/8
ক্যাটরিনা কাইফ বিয়ের পর পরিবর্তিত হতে পারেন ৷ তিনি জানিয়েছেন ক্যাটরিনা সব সময়েই প্রবল পরিশ্রম করেন ৷ নিজের কাজের প্রতি আনুগত্য ও একনিষ্ঠ নিষ্ঠা দিয়েই চালিয়ে গিয়েছেন তিনি ৷ ফাইল ছবি ৷
advertisement
6/8
বিকিকে বিয়ের পরে ক্যাটরিনা তাঁর ফোকাস ব্যাক্তিগত ও পারিবারিক জীবন ৷ তিনি জীবনের এই পর্বে নিজের স্পেসে জীবন অত্যন্ত ভাবে উফভোগ করবেন ৷ হয়ত তিনি ছায়ছবিতে অভিনয় ছেড়ে দেবেন ৷ বেশ কিছু বাছাবাছি প্রজেক্টে কাজ করতে পারেন ৷ ফাইল ছবি ৷
advertisement
7/8
বিকির জন্যও এই বিয়ে বিরাট এক পরিবর্তন আনবে ৷ বিকির জীবনে আসবে বিরাট পরিবর্তন, জীবনে প্রবল উন্নতি আসবে ৷ বিয়ের পরে জীবনে আসবে পরিবর্তন ৷ যেহেতু তাঁরা অত্যন্ত বুদ্ধিমান, তাই পরস্পর পরস্পরের প্রতি থাকবে অটুট শ্রদ্ধাও ৷ একই সঙ্গে পরস্পরের প্রতি পরস্পর অত্যন্ত যত্নবান থাকবেন ৷ ফাইল ছবি ৷
advertisement
8/8
ক্যাটরিনা কাইফ ও বিকি কৌশলের বিয়ে হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে, এমনটাই জানিয়েছেন পণ্ডিত জগন্নাথ গুরুজি ৷ ফাইল ছবি ৷