TRENDING:

Neha Dhupia Pregnant: আবার প্রেগন্যান্ট নেহা ধুপিয়া! আসছে নেহা-অঙ্গদের দ্বিতীয় সন্তান

Last Updated:
সোমবার নিজের Instagram পেজে স্বামী ও প্রথম সন্তানের সঙ্গে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে সুখবর দেন নেহা ধুপিয়া।
advertisement
1/10
আবার প্রেগন্যান্ট নেহা ধুপিয়া! আসছে নেহা-অঙ্গদের দ্বিতীয় সন্তান
•বরাবরই স্পষ্টবাদিতা, সাহসিকতার পরিচয় দিয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia)। এমনকি বিয়ের আগেই গর্ভবতী হওয়ার কারণে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েও কোনও দিন নিন্দুকদের তোয়াক্কা করেননি অভিনেত্রী।
advertisement
2/10
•সে সময় দীর্ঘদিনের প্রেমিক অঙ্গদ বেদির (Angad Bedi) সঙ্গে বিয়ের ছয় মাসের মধ্যে প্রথম সন্তানের জন্ম দেন নেহা। এবার দ্বিতীয়বার মা হতে চলেছেন নেহা ধুপিয়া।
advertisement
3/10
•নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে নিজেই খুশির খবর দিলেন অভিনেত্রী। আর তারকা জুটির এই সুখবরের পরেই শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
4/10
•নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে নিজেই খুশির খবর দিলেন অভিনেত্রী। আর তারকা জুটির এই সুখবরের পরেই শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
5/10
•সোমবার নিজের Instagram পেজে স্বামী ও প্রথম সন্তানের সঙ্গে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে সুখবর দেন নেহা ধুপিয়া। পারিবারিক ছবিটিতে নেহা ও অঙ্গদ দু'জনেই কালো রঙের পোশাক পরেছেন। স্ত্রীর বেবি বাম্পে হাত দিয়ে ক্যামেরার দিকে হেসে পোজ দিয়েছেন অঙ্গদ।
advertisement
6/10
•নেহা আর অঙ্গদের মাঝে রয়েছে তাঁদের প্রথম সন্তান মেহের (Meher)। বাবার কোলে বসে নেহার বেবি বাম্পের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেহের। পোস্টের সঙ্গে নেহা লিখেছেন, ‘ছবির ক্যাপশন কী দেব ভাবতেই আমাদের দু'দিন লেগে গিয়েছে। তার পর যেটা মাথায় এল তা হল, ধন্যবাদ ভগবান’।
advertisement
7/10
•যদিও সোমবার যে তিনি বড় কিছু ঘোষণা করতে চলেছেন তা নিজের Instagram Story-তে আগেই ইঙ্গিত দিয়েছিলেন নেহা। ওই একই ছবি শেয়ার করে ক্যাপশনে অঙ্গদ লিখেছেন, "নতুন হোম প্রোডাকশন আসছে। বাহেগুরুর শুভেচ্ছা।"
advertisement
8/10
•কিছু দিন আগেই মেয়ে মেহেরের আড়াই বছরের জন্মদিন পালনের ছবি শেয়ার করেছিলেন নেহা। যদিও তখনও এই দম্পতি যে শীঘ্রই খুশfর খবর দিতে চলেছেন তা কেউ টের পাননি।
advertisement
9/10
•সুখবর ঘোষণার পরেই শুভেচ্ছা জানিয়েছেন তারকা জুটির বিপুল সংখ্যক ভক্ত। ছবিটিতে কমেন্ট করেন নেহা-অঙ্গদের অনেক কাছের বন্ধুরাও। যেমন, সাইনা মির্জা (Saina Mirza) ছবিটিতে কমেন্ট করেন, "তোমাদের ভালোবাসি বন্ধুরা।" আবার ফারাহ খান (Farah Khan) বলেছেন, "তাহলে এখন কি সবাইকে বলতে পারি?" শুভেচ্ছা জানিয়েছেন রোহিত রেড্ডি (Rohit Reddy), করিশমা কাপুর (Karisma Kapoor), সোনু সুদ (Sonu Sud) সহ একাধিক বি-টাউনের তারকারাও।
advertisement
10/10
•প্রসঙ্গত, ২০১৮-র মে মাসে দিল্লির এক গুরুদ্বারে বিয়ে করেন নেহা ও অঙ্গদ। এর পর কয়েক মাসের মধ্যেই তাঁদের জীবনে আসে কন্যাসন্তান মেহের। তবে নেহার গর্ভবতী হওয়া নিয়ে অনেক জল্পনার মুখোমুখি হতে হয়েছিল ওই দম্পতিকে। সে সময় নো ফিল্টার নেহা (No Filter Neha) অনুষ্ঠানে অঙ্গদ তাঁদের বাবা-মাকে নেহার প্রেগন্যান্সির খবর দেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/গসিপ/
Neha Dhupia Pregnant: আবার প্রেগন্যান্ট নেহা ধুপিয়া! আসছে নেহা-অঙ্গদের দ্বিতীয় সন্তান
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল