‘আমাকে আছড়ে ফেলে মারতে চেয়েছিল তনুশ্রী দত্ত’, অভিযোগ রাখি সাওয়ান্তের
Last Updated:
advertisement
1/5

Rakhi-Attack
advertisement
2/5
• এবার তাঁকে এভাবে মারার জন্য ফের তনুশ্রী দত্তকে কাঠগোড়ায় তুললেন রাখি ৷ এর আগেও নানা পাটেকর বিতর্কে তনুশ্রীকে এক হাত নিয়েছিলেন রাখি ৷ ফের তনুশ্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৷
advertisement
3/5
• এই কুস্তি প্রতিযোগিতায় জয়ী কুস্তিগীর সকলের উদ্দেশ্যে তাঁকে হারনোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ৷ সে সময় সেখানে উপস্থিত ছিলেন রাখি সাওয়ান্ত ৷ তিনি বলেন, যেহেতু তিনি একজন ডান্সার, তাই তিনি ডান্স করবেন ৷ এরপরেই ওই মহিলা কুস্তিগীরকে নাচের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাখি ৷ রিংয়ের মধ্যে এসে উত্তেজন নাচও শুরু করেন ৷
advertisement
4/5
• এরপর রিং-য়ের মধ্যেই দু’জনের কথা কাটাকাটি হয় ৷ রেগে গিয়ে রাখিকে মাথার উপর তুলে মেঝেতে আছড়ে ফেলেন ওই কুস্তিগীর ৷ পিঠে মারাত্মক চোট পান রাখি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় জিরাকপুর হাসপাতালে ৷ এখনও সেখানেই চিকিৎসা চলছে রাখির ৷
advertisement
5/5
• তবে রাখির অভিযোগ, তাঁর এই দুর্ঘটনার জন্য একমাত্র দায়ী তনুশ্রী দত্ত ৷ ওই কুস্তিগীরকে তনুশ্রীই পাঠিয়েছলেন বলেও অভিযোগ করেন ৷ এমনকী এটা তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল বলেও জানান রাখি ৷