বিয়ের ফুল ফুটল গহর খানের ! বিখ্যাত টিকটকারের সঙ্গেই পাকা হল বিয়ের দিন !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
এবছরের নভেম্বরের ২৫ তারিখ বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন তাঁরা। তবে তাতে রাজি হননি গহর।
advertisement
1/5

গহর খান। বলিউডের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী। বিগবসে ৭-এর বিজেতা তিনি। photo source collected
advertisement
2/5
কয়েক দিন ধরেই গহর খান চর্চায় রয়েছেন। শোনা যাচ্ছিল তিনি নাকি বিয়ে করছেন। photo source collected
advertisement
3/5
তাঁর সঙ্গে বেশ কিছু দিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বিখ্যাত টিকটকার জায়েদ দরবারের। সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে তিনি। photo source collected
advertisement
4/5
এবছরের নভেম্বরের ২৫ তারিখ বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন তাঁরা। তবে তাতে রাজি হননি গহর। photo source collected
advertisement
5/5
তিনি জানিয়েছেন, ২৫ ডিসেম্বরের শুভলগ্নে বিয়ে করছেন তাঁরা। বলি টাউনে করোনার মধ্যেও বিয়ের মরশুম কিন্তু জমজমাট। photo source collected