TRENDING:

Parambrata's Relationship: বিদেশিনীর সঙ্গে চুটিয়ে লিভ ইন থেকে একাধিক নারীসঙ্গের গুঞ্জন! সব ভুলে 'পিয়া'-কেই কেন কাছে টানলেন পরম?

Last Updated:
Parambrata's Relationship: পরমব্রতর রঙিন জীবনে একাধিক প্রেমের গুঞ্জন শোনা গেছে৷ সমস্ত পুরনো প্রেমিকাদের ভুলে পিয়ার টানেই আজ ব্যাচেলর তকমা ঘুচতে চলেছে পরমব্রতর৷
advertisement
1/8
লিভ ইন থেকে একাধিক নারীসঙ্গের গুঞ্জন! সব ভুলে 'পিয়া'-কেই কেন কাছে টানলেন পরম?
টলিপাড়ায় ফের বিয়ের সানাই৷ বিয়ের মরশুমে এবার ব্যাচেলর তকমা ঘোচাতে চলেছেন টলিউডের মোস্ট ব্যাচেলর তথা সকলের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায়৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
2/8
অবশেষে আইবুড়ো তকমা ঝেড়ে ফেলে রেজিস্ট্রি করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়৷ টলিপাড়ার অতি পরিচিত অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর গলাতেই মালা দিতে চলেছেন অভিনেতা৷ আজই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন অনুপমের প্রাক্তন স্ত্রী৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
3/8
অনুপম ও পিয়ার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই জলঘোলা শুরু হয়েছিল পরমব্রত সঙ্গে সম্পর্ক নিয়ে৷ দুজনেই স্পিকটি নট ছিলেন নিজেদের সম্পর্ক নিয়ে৷ এবার সমস্ত জল্পনাকে সত্যি করেই ফের চার হাত এক হওয়ার পালা৷ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/8
তবে পরমব্রতর রঙিন জীবনে একাধিক প্রেমের গুঞ্জন শোনা গেছে৷ কেরিয়ারের শুরুতে নিজের প্রেম নিয়ে খোলামেলা থাকলেও একটা সময়ের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেতার৷ টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীর সঙ্গে পরমব্রতর প্রেম নিয়ে কম চর্চা হয়নি৷ তবে সেই প্রেম খুব বেশিদিন টেকেনি৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/8
পরমব্রত বান্ধবীর সংখ্যা ছিল হাতে গোনা ছিল না তা সকলেরই জানা৷ টলি পাড়ার একাধিক তারকার সঙ্গে মন দেওয়া-নেওয়া চললেও কোনওটাই জমেনি খুব বেশিদূর৷ এমনকী এক বিবাহিত টলি অভিনেত্রীর সঙ্গেও নাম জড়ায় পরমের৷ সেটাও পরিণতি পায়নি৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/8
তবে শুধু টলি ইন্ডাস্ট্রিতে নয়, পরমব্রতর জীবনে বিদেশিনীরও আগমন ঘটে৷ ডাচ চিকিৎসকের সঙ্গে বিদেশ সিনেমা নিয়ে পড়াশোনা করতে গিয়ে ইকার সঙ্গে প্রেম নয় পরমব্রতর৷ দীর্ঘদিন লং ডিসট্যান্ট রিলেশনশিপে থাকলেও একসময় কলকাতায় চলে আসেন ইকা ৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
7/8
সালটা ২০১৯৷ লিভ-ইন সঙ্গী ইকার সঙ্গে পরমব্রত বিয়ে নিয়ে কম চর্চা হয়নি৷ শোনা গিয়েছিল,ইকার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি৷ তবে কোভিডের সময়েই পরমব্রতকে ছেড়ে নেদারল্যান্ডে চলে যান ইকা, তারপর বাকিটা অতীত৷ কেন ভাঙল এই ইকার সঙ্গে প্রেম, তা নিয়েও ধোঁয়াশা৷ ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
8/8
সেই করোনাকাল থেকেই অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়ার সঙ্গে বন্ধুত্বের শুরু পরমব্রতর৷ কাজ করতে গিয়েই আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং আজই চার হাত এক হচ্ছে৷ সমস্ত পুরনো প্রেমিকাদের ভুলে পিয়ার টানেই আজ ব্যাচেলর তকমা ঘুচতে চলেছে পরমব্রতর৷ নিজের খুব কাছের মানুষদের নিয়েই রেজিস্ট্রি করে বিয়ে সারবেন পিয়া ও পরমব্রত৷ তবে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালক-অভিনেতা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Parambrata's Relationship: বিদেশিনীর সঙ্গে চুটিয়ে লিভ ইন থেকে একাধিক নারীসঙ্গের গুঞ্জন! সব ভুলে 'পিয়া'-কেই কেন কাছে টানলেন পরম?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল