TRENDING:

Alia Bhatt : কম খরচেই বিয়ের বাজার গরম করবেন? আলিয়ার মতো সাজতে রইল সহজ কিছু টিপস

Last Updated:
Alia Bhatt : বিয়ের দিনে নিউড লুক, সাদা শাড়ি আর হালকা গয়নায় সাজবেন তো ঠিক করে রেখেছিলেন, এইবার সময় এসেছে নিজের বিয়ের, তার আগে একবার চটজলদি ঝালিয়ে নিন সেই লুক...
advertisement
1/6
কম খরচেই বিয়ের বাজার গরম করবেন? আলিয়ার মতো সাজতে রইল সহজ কিছু টিপস
চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। রণবীর কাপুরের বাড়ি 'বাস্তু'তে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। আলিয়া-রণবীরকে একেবারেই রাজ পরিবারের নবদম্পতির মতোই দেখাচ্ছিল। মূলত আলিয়ার সাজ দেখে বহু মানুষের মনে মনে বাসনা জেগেছে আলিয়ার মতো করেই সুন্দর করে সাজবেন নিজের বিয়ের দিনে। বিয়ের দিনে নিউড লুক, সাদা শাড়ি আর হালকা গয়নায় সাজবেন তো ঠিক করে রেখেছিলেন, এইবার সময় এসেছে নিজের বিয়ের, তার আগে একবার চটজলদি ঝালিয়ে নিন সেই লুক...
advertisement
2/6
উজ্জ্বল দেখাতে মেকআপ নয়, ত্বকের যত্ন নিন আপনি আপনার বিয়ের রাতে সাজার জন্য সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট বুক করেছেন৷ সেদিনের সেরা আকর্ষণ আপনিই৷ তাতে একদমই ভুল নেই৷ তবে বিয়ের দিনের আগের কয়েক মাস ত্বকের যত্ন নিন৷ ত্বক ভিতর থেকে গ্লো করলে আপনি এমনিতেই দেখাবেন সুন্দর, ফলে তারপর হালকা নিউড মেকাপেই আপনাকেও দেখাবে আলিয়ার মতো রাজকীয়৷ ত্বকের যত্ন নিতে ক্লিনসিং, ময়শ্চারাইসিং এবং সানস্ক্রিন ব্যবহার করতে হবে অবশ্যই৷
advertisement
3/6
দ্য মিনিমাল লুক মেহেন্দি থেকে শুরু করে মানানসই টিপ, পুরোটাই ছিল ছোট্ট এবং সুন্দর৷ গাঢ় স্মোকি লুক না করে হালকা বাদামী কাজল আর হালকা আই স্যাডো দিয়ে বানিয়ে ফেলুন দ্য মিনিমাল লুক৷ চোখের উপর ছিল কিছুটা তামাটে লুক এবং ঠোঁটে খুব বেশি হলে নিউড এবং হালকা গোলাপি লিপস্টিক৷ আর গালে হালকা টিন্ট দিয়ে আপনার সৌন্দর্য্য সম্পূর্ণ হবে৷
advertisement
4/6
আই-ব্রো গেম আপনি যখন নো-মেকআপ মেকআপ লুকের কথা ভাবেন, তখন অবশ্যই ভাবতে হবে আইব্রোটা সঠিক করার কথা৷ তবেই হালকা মেকআপ আপনার নজরকাড়া লুক আসবে৷
advertisement
5/6
বোহেমিয়ান চুল বলিউডের বেশিরভাগ অভিনেত্রীই বিয়ের দিন টাইট করে হেয়ার বান করে অথবা টেনে খোপা করে চুল বেঁধেছেন৷ সঙ্গে জুড়েছেন গাজরা বা ফুল৷ কিন্তু আলিয়ার ব্লোওই হেয়ার তাঁর লুকটাই বদলে দিয়েছে একেবারে৷
advertisement
6/6
নখের নজরকাড়া লুক মিনিমাল মেকআপে যেহেতু মেকআপ খুব বেশি বোঝা যায় না, ফলে নখ, চুল চোখে পড়ে বেশি৷ তাই সেগুলি পারফেক্ট হতেই হবে৷ আপনার নেইল এক্সটেনশনে থাকুক নিউড রং এবং সঙ্গে আপনার পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে একটু শেড৷ নখ যেন সকলের নজর কাড়ে, তবেই পূর্ণ হবে আপনার বিয়ের লুক৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Alia Bhatt : কম খরচেই বিয়ের বাজার গরম করবেন? আলিয়ার মতো সাজতে রইল সহজ কিছু টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল