Esha-Bharat Divorce: 'ডিভোর্স'টা পাকাপাকি হয়েই গেল, জল্পনা সত্যি করে সিলমোহর এষার, কেন ভাঙল ১১ বছরের সংসার?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Esha-Bharat Divorce: অবশেষে বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিলেন এষাও তাঁর স্বামী ভরত তখতানি৷ এবার সংবাদমাধ্যমে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এষা ও ভরত।
advertisement
1/7

বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল এষার সংসার ভাঙনের খবর৷ দীর্ঘ ১১ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন এষা দেওল ও তাঁর স্বামী ভরত তখতানি৷ এই খবরে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া৷ অবশেষে বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিলেন এষাও তাঁর স্বামী ভরত তখতানি৷
advertisement
2/7
ব্যক্তিগত জীবন নিয়ে মোটেই মুখ খুলতে পছন্দ করেন না হেমা মালিনী ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল৷ পুরো বিষয়টা নিয়েই স্পিকটি নট অভিনেত্রী৷ তবে এবার সংবাদমাধ্যমে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন এষা ও ভরত।
advertisement
3/7
মঙ্গলবার সংবাদমাধ্যমকে দু'জনে একটি যৌথ বিবৃতি জারি করে জানান,'আমরা পারস্পরিক সম্মতিতে এবং শান্তিপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনে এই পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান৷ এই সময়টাতে সবার কাছ থেকে একটাই আশা করব যাতে সকলে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখে।'
advertisement
4/7
২০১২ সালে ধুমধাম করে হিরে ব্যবসায়ী ভরতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হেমা ও ধর্মেন্দ্র কন্যা এষা দেওল৷
advertisement
5/7
২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা। তাঁর দু'বছর পর দ্বিতীয় সন্তান মীরা আসে কোল আলো করে। তারপরই আচমকা চিড় ধরে সুখের সংসারে।
advertisement
6/7
সূত্র বলছে ২০২৩ সালের শেষের দিক থেকেই আলাদা থাকছিলেন এষা ও ভারত৷ নিজের সন্তানদের নিয়ে স্বামীর ঘর ছেড়ে মায়ের কাছে ছিলেন নায়িকা৷
advertisement
7/7
শোনা যাচ্ছে, স্বামী ভরত নাকি পরকীয়ায় জড়িয়েছেন, সেই কারণেই নাকি ১১ বছরের সংসার ছেড়ে ডিভোর্সের পথে হাঁটলেন হেমা-ধর্মেন্দ্র কন্যা৷