TRENDING:

Encrypted Web Series: নেচে, গানে মাতালেন সিধু, ঐশ্বর্য, পায়েলরা, 'ক্লিক'-এর নতুন সিরিজ এনক্রিপটেড-এর প্রিমিয়ার পার্টি

Last Updated:
এই প্রথম বাংলা ওয়েব সিরিজের টাইটেল গানটি গেয়েছে এবং অভিনয়ও করেছে বাংলা রক ব্যান্ড ক্যাকটাস। এটি বাংলা ওটিটি-র ইতিহাসে সংযোজন।
advertisement
1/9
নাচে, গানে সিধু, ঐশ্বর্য, পায়েলরা, নতুন সিরিজ এনক্রিপটেড-এর প্রিমিয়ার পার্টি
ডার্ক ওয়েবের কবলে শহর কলকাতা। অপরাধের এই দুনিয়ায় জড়িয়ে পড়ে দুই বোন। তার পর? ছোট বোনের মৃত্যু। দিদি কী ভাবে এই অপরাধের জাল থেকে ছাড়া পাবে? সাহায্যে অন্যান্য চরিত্র। তার পর ঘটনার ঘনঘটা।
advertisement
2/9
বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে মাঠে নামে দিদি। ঘটনাচক্রে দিদির সঙ্গে আলাপ হয় তদন্তকারী অফিসার এসিপি হেমা সিং ও সাংবাদিক সোহাগের। দিদি তাদের কাছ থেকে জানতে পারে এই ডার্ক ডেয়ার নামের অ্যাপট কী ভাবে তার বোনের মতো লক্ষ লক্ষ যুবক যুবতীকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
advertisement
3/9
বিভিন্ন তথ্য থেকে দিদি নিশ্চিত হয় যে তার বোন একটি ঘৃণ্য চক্রান্তের শিকার। ফাঁস করতে বদ্ধপরিকর হয় দিদি। এই ডার্ক ওয়েবের জালের মূল চক্রীদের মুখোশ টেনে খুলে দিতে চায় সে। সেই নিয়েই আবর্তিত হয় 'এনক্রিপটেড'-এর গল্প।
advertisement
4/9
সিরিজে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার এবং ঐশ্বর্য সেন। রয়েছেন রিচা শর্মা, রানা বসু ঠাকুর, রণিতা দাস, সূর্যেন্দ্র বাগচী, ইন্দ্রনীল দে, সানু সোমনাথ, সুলগ্না চক্রবর্তী, অমিতাভ আচার্য, অর্পিতা দাস এবং রানা মুখোপাধ্যায়।
advertisement
5/9
কাহিনি ও পরিচালনার দায়িত্ব সৌপ্তিক সি-র কাঁধে। গান লিখেছেন গোধূলি শর্মা। অম্লান চক্রবর্তী গানের সুর দিয়েছেন। প্রযোজনায় অভিনেত্রী রণিতা দাস এবং সৌপ্তিক সি।
advertisement
6/9
ছবির কলাকুশলীরা
advertisement
7/9
এই প্রথম বাংলা ওয়েব সিরিজের টাইটেল গানটি গেয়েছে এবং অভিনয়ও করেছে বাংলা রক ব্যান্ড ক্যাকটাস। এটি বাংলা ওটিটি-র ইতিহাসে নতুন সংযোজন।
advertisement
8/9
গত মাসেই ট্রেলার মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজে। সদ্য ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের এই সিরিজের প্রিমিয়ার পার্টিতে মেতেছিলেন শহরের নামী শিল্পীরা।
advertisement
9/9
নাচে, গানে আনন্দ মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলে। কলাকুশলীদের সঙ্গে ছবির তারকাদের পার্টি। ছিলেন অতিথিরাও।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Encrypted Web Series: নেচে, গানে মাতালেন সিধু, ঐশ্বর্য, পায়েলরা, 'ক্লিক'-এর নতুন সিরিজ এনক্রিপটেড-এর প্রিমিয়ার পার্টি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল