Elnaaz Norouzi's hot photos: ইরানের সুন্দরীতে আটকে গেল ডাব্বু রত্নানির চোখ ! দেখুন ছবি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Elnaaz Norouzi's hot photos: এলনাজের ছবিতে মেতে গোটা বলিউড ! ডাব্বু রত্নানির চোখ আটকে গেল নায়িকায় !
advertisement
1/5

ডাব্বু রতনানি বলিউডের জনপ্রিয় ফোটোগ্রাফার। বলতে গেলে তিনি একটা নাম। শাহরুখ খান থেকে হৃতিক রোশন কিংবা সারা আলি খান থেকে করিনা কাপুর খান সকলেই তাঁর ক্যামেরায় অন্য রূপে ধরা দিয়েছেন বার বার। ডাব্বু ছবি তুলছে মানে তাতে কিছু একটা তো নতুন আছেই। photo source Instagram
advertisement
2/5
এবার ডাব্বু রতনানি ছবি তুলেছেন এক ইরানিয়ান সুন্দরীর। এলনাজ নরৌজি ( Elnaaz Norouzi)। এলনাজ যদিও ইতিমধ্যেই বলিউডে কাজ করে ফেলেছেন। ইরানে জন্ম হলেও অভিনয়ে এই মেয়ে একেবারে দক্ষ। photo source Instagram
advertisement
3/5
সেক্রেড গেমস-এ নওয়াজ উদ্দিন সিদ্দিকির সঙ্গেও কাজ করেছেন তিনি। পাঞ্জাবি ছবি দিয়ে ভারতে কাজ শুরু করেন তিনি। photo source Instagram
advertisement
4/5
তবে শুধু সিনেমা নয় মডেলিং ও মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে। টনি কক্কর ও গুরু রনধাওয়ার সঙ্গে কাজ করেছেন তিনি। বলিউডের নতুন তারকাদের মধ্যে এলনাজের নামও আসে। photo source Instagram
advertisement
5/5
তবে এই কালো পোশাকে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন এলনাজ। সেই সঙ্গে ডাব্বু রতনানির ক্যামেরা। সব মিলিয়ে এই ছবি এখন ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে। photo source Instagram