TRENDING:

কত টাকায় শাহরুখ খান 'মন্নত' কিনেছিলেন? জানলে হা হয়ে যাবেন, এখন দাম ৩০০ কোটি টাকা

Last Updated:
Shahrukh Khan Mannat Price: ছয় মহলার বাড়ি শাহরুখ ও গৌরি খানের মন্নত। ওই জায়গার নাম ‘ভিলা ভিয়েনা’ থেকে বদলে ‘জন্নত’ হয়। তার পর শেষে মন্নত। এতবার নাম বদল হয়েছিল কিং খানের সাধের বাংলোর। এর পিছনেও রয়েছে বড়সড় কারণ।
advertisement
1/7
কত টাকায় শাহরুখ খান 'মন্নত' কিনেছিলেন? জানলে হা হবেন, এখন দাম ৩০০ কোটি টাকা
শাহরুখ খানের বিলাস-বহুল বাড়ি 'মান্নত'! প্রতিদিন বহু ভক্ত এই বাড়ির সামনে ভিড় জমায়! শুধু মাত্র শাহরুখ খানের এক ঝলক দেখার জন্য! তবে জানেন কি, এই 'মান্নত' শাহরুখ কেনার আগে বহু সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে। এমনকী শাহরুখের নিজের ছবিও আছে এই তালিকায়!
advertisement
2/7
শুরুর দিকে ‘সার্কাস’ ও ‘ফৌজি’-র মতো টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছিলেন শাহরুখ। তার পর রূপোলি পর্দায় আগমন। আর ফিরে তাকাতে হয়নি বলিউডের বাদশাকে।
advertisement
3/7
শাহরুখ খানের বিলাসবহুল বাড়ি মন্নত। সেই বাড়ির কথা কে না জানে! কিন্তু এই বাড়িটি শাহরুখ কিনেছিলেন অন্য একজনের থেকে।
advertisement
4/7
ছয় মহলার বাড়ি শাহরুখ ও গৌরি খানের মন্নত। ওই জায়গার নাম ‘ভিলা ভিয়েনা’ থেকে বদলে ‘জন্নত’ হয়। তার পর শেষে মন্নত।
advertisement
5/7
মুম্বইয়ের একটি পর্যটন স্থান হয়ে উঠেছে মন্নত। এক ব্যবসায়ীর বাংলো ছিল এটি। তাঁর থেকেই শাহরুখ সেটি কেনেন।
advertisement
6/7
১৩.২৩ কোটি টাকায় মন্নত কিনেছিলেন কিং খান। ইয়েস বস সিনেমার সময় শাহরুখের এই বাংলো পছন্দ হয়। তিনি ঠিক করেন, এই বাংলো কিনবেন।
advertisement
7/7
২০০১ সালে শাহরুখ খান এই বাংলাে কেনেন। তিনি একবার বলেছিলেন, কোনওমতেই তিনি মন্নত বিক্রি করবেন না কখনও।
বাংলা খবর/ছবি/বিনোদন/
কত টাকায় শাহরুখ খান 'মন্নত' কিনেছিলেন? জানলে হা হয়ে যাবেন, এখন দাম ৩০০ কোটি টাকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল