Rani Rashmoni: ফাঁস হল 'রানি রাসমণি'র শেষ পর্বের ছবি ! তবে কি শেষ হতে চলেছে এই ধারাবাহিক
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rani Rashmoni: এবার শেষ হতে চলেছে রানিমার অভিনয় পর্ব। প্রকাশ্যে এল সেই সব ছবিই।
advertisement
1/5

করুণাময়ী রানি রাসমণি। টেলিভিশনের সব থেকে জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকে রানিমার চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া। কিন্তু এবার শেষ হতে চলেছে রানিমার অভিনয় পর্ব। প্রকাশ্যে এল সেই সব ছবিই। photo source Instagram
advertisement
2/5
রানি রাসমণির মৃত্যুর পর এই ধারাবাহিক থেকে ছুটি দিতিপ্রিয়ার। কিন্তু এতগুলো বছর ধরে তিনি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে কি বন্ধ হয়ে যাবে ধারাবাহিক? photo source Instagram
advertisement
3/5
না, ধারাবাহিক বন্ধ হচ্ছে না। এর পর দেখানো হবে রামকৃষ্ণ পর্ব। দেখানো হবে রানিমার পরিবারের গল্প। কিন্তু সেখানে আর থাকবেন না দিতিপ্রিয়া। photo source Instagram
advertisement
4/5
রানিমার শেষ পর্বের শ্যুটিংয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিনের মধ্যেই দেখানো হবে এই পর্ব। photo source Instagram
advertisement
5/5
দিতিপ্রিয়াকে ছাড়া কি দর্শক এই ধারাবাহিক উপভোগ করবেন? তবে রামকৃষ্ণ মহিমাও তো কম নয়। সে গল্প নিশ্চয় মানুষকে টানবে। এমনটাই আশা পরিচালকের। photo source Instagram