Abhishek-Aishwarya: স্ত্রীর পর কি মেয়েও? আরাধ্যার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণাটা...! অভিষেক মুখ খুলতেই ফাঁস হল বিরাট রহস্য
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Abhishek-Aishwarya: বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্য কলহ নিয়ে বলিপাড়া সরগরম৷ প্রতিনিয়ত কোনও না কোন ঘটনা নিয়ে তোলপাড় টিনসেল টাউন৷ এবার মেয়ে আরাধ্যাকে নিয়ে মুখ খুললেন অভিনেতা৷
advertisement
1/8

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সর্বদাই খবরের শিরোনামে রয়েছেন । ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর নিয়ে ইতিমধ্যেই উত্তাল টিনসেল টাউন৷ অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের বিয়ে ভাঙার চর্চা নতুন নয়৷ দীর্ঘদিন ধরেই তা নিয়ে কানাঘুষো চলছে৷
advertisement
2/8
বিয়ের দু'দশক পার করে ফেলেছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন৷ দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ভাঙন ধরেছে বলেই শোনা যাচ্ছে৷ তারকা দম্পতির বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় বি-টাউন৷ জানা গেছে, একসঙ্গে আর থাকেন না অভিষেক ও ঐশ্বর্য৷
advertisement
3/8
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্য কলহ নিয়ে বলিপাড়া সরগরম৷ প্রতিনিয়ত কোনও না কোন ঘটনা নিয়ে তোলপাড় টিনসেল টাউন৷ প্রতিদিনই তাদের অন্দরের নয়া নয়া তথ্য প্রকাশ্যে আসছে৷ এবার মেয়ে আরাধ্যাকে নিয়ে মুখ খুললেন অভিনেতা৷
advertisement
4/8
সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেকের 'আই ওয়ান্ট টু টক'৷ ছবিতে অভিষেকের অভিনয় যেমন প্রশংসিত হয়েছে তেমনই এই ছবিতে বাবা ও মেয়ের গল্পে মেয়ের কথা ভেবে বড্ড ভেঙে পড়েছেন অভিনেতা৷
advertisement
5/8
ছবির পরিচালক সুজিত সরকার এক সাক্ষাৎকারে জানান, ছবিতে যেহেতু বাবা ও মেয়ের সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে, সেই কারণেই ছবিটির সঙ্গে জুড়ে গেছেন অভিষেক৷ আবেগঘন দৃশ্যে মারাত্মক আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিষেক৷
advertisement
6/8
পরিচালক সুজিত বলেন, ছবির বেশ কিছু দৃশ্যে আমারও প্রচন্ড কষ্ট হয়েছে কারণ আমি মেয়ের বাবা৷ অভিষেকও বলেছেন পর্দার মেয়ের সঙ্গে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে আরাধ্যার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা অনুভব করছেন৷
advertisement
7/8
অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই ২০০৭ সালের এ বিয়ে করেছিলেন। খুব অল্প সময় ডেটিংয়ের পরেই বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। ২০১১ সালের নভেম্বর মাসে তাঁদের ঘরে আসে কন্যা আরাধ্যা বচ্চন।
advertisement
8/8
গুঞ্জনে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই চরম পর্যায়ে পৌঁছেছে বচ্চন পরিবারের অশান্তি৷ সূত্রের খবর, পারিবারিক দাম্পত্য কলহের জেরে নাকি বাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য রাই বচ্চন৷ তবে কি শুধুই পারিবারিক অশান্তির জন্য ডিভোর্সের পথে হাঁটছেন ঐশ্বর্য-অভিষেক? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে৷