Dharmendra Love Story: হেমাকে বিয়ের আগে বিবাহিত আরেক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন ধর্মেন্দ্র, নামটা শুনলে চমকে উঠবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Dharmendra Love Story: আপনি কি জানেন হেমার আগেও এক অভিনেত্রীর সঙ্গে তুমুল প্রেম ছিল ধর্মেন্দ্রর?
advertisement
1/11

ধর্মেন্দ্র ও হেমা মালিনীর প্রেম-বিয়ে বলিউডপ্রেমীদের কাছে স্বপ্নের মতো। আজও পাওয়ার কাপল হিসেবে তাঁদের নাম উঠে আসে ভক্তদের মুখে।
advertisement
2/11
কিন্তু আপনি কি জানেন হেমার আগেও এক অভিনেত্রীর সঙ্গে তুমুল প্রেম ছিল ধর্মেন্দ্রর?
advertisement
3/11
এবং সেই অভিনেত্রী বিবাহিত ছিলেন ধর্মেন্দ্রর সঙ্গে প্রেম করার সময়।
advertisement
4/11
ধর্মেন্দ্রের প্রথম স্ত্রীর নাম প্রকাশ কউর। তার পর ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র।
advertisement
5/11
কিন্তু শোনা যায়, হেমার আগে ধর্মেন্দ্রের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মীনা কুমারীর।
advertisement
6/11
ধর্মেন্দ্র যখন বলিউডে পা রাখেন, মীনা তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। কিন্তু পরবর্তী সময়ে, একসঙ্গে ছবির সূত্রেই তিনি অভিনেত্রীর প্রেমে পড়েন। সেই সময় দু'জনের সম্পর্ক নিয়ে বলিউডে প্রচুর চর্চা হয়।
advertisement
7/11
পূর্ণিমা, ফুল অওর পাত্থর-সহ একাধিক ছবিতে দু'জনে অভিনয় করেছেন।
advertisement
8/11
শোনা যায়, স্বামী কমল অমরোহির সঙ্গে মীনার সম্পর্ক যখন তলানিতে এসে ঠেকে, তখন ধর্মেন্দ্র তাঁর পাশে দাঁড়ান।
advertisement
9/11
তবে মীনা কুমারীর সঙ্গে ধর্মেন্দ্র বেশিদিন সম্পর্ক রাখেননি। সুপারস্টার হয়ে ওঠার পর নিজে থেকেই মীনার সঙ্গে দূরত্ব বাড়ান তিনি।
advertisement
10/11
দীর্ঘ দিন পর দু’জনের নাকি একটি পার্টিতে দেখা হয়। কিন্তু সেখানে তাঁরা পরস্পরকে এড়িয়েই চলেন।
advertisement
11/11
পরে অভিনেত্রী নার্গিসের মুখে একটি সাক্ষাৎকারে মীনা ও ধর্মেন্দ্রর প্রেমের কথা শোনা যায়। যদিও তাঁরা কেউই কোনও দিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি সরাসরি।