TRENDING:

'আমার বহু বছরের প্রিয়তম জীবনসঙ্গী... শুধু এইটুকু বলতে চাই....!' ৮৮র ধর্মেন্দ্রকে 'ড্রিমগার্ল' হেমা কী লিখলেন জন্মদিনে?

Last Updated:
Dharmendra Hema Malini Viral Post: অভিনেতার ৮৮তম জন্মদিনে পাশে ছিলেন না হেমা। ছেলে সানিকে নিয়ে জুহুর বাড়িতে সাততলা কেক কাটলেন ধর্মেন্দ্র। ভাসলেন আবেগে আদরে, ভালোবাসায়।
advertisement
1/7
'শুধু এইটুকু বলতে চাই...' ৮৮র ধর্মেন্দ্রকে 'ড্রিমগার্ল' হেমা কী লিখলেন জন্মদিনে?
শুক্রবার ৮৮-তে পা দিলেন ধর্মেন্দ্র। ইতিমধ্যেই দেওল পরিবারে চলছে খুশির আবহ। দুই ছেলে সানি দেওল ও ববি দেওলের কেরিয়ার কার্যত নতুন ভাবে শুরু হয়েছে। পাশপাশি ধর্মেন্দ্র নিজেও রকি অউর রানি কি প্রেম কহানি ছবির জন্য তুমুলভাবে চর্চায় এসেছেন সম্প্রতি। 
advertisement
2/7
শোনা যাচ্ছে দুই দাদা ও বাবার সাফল্যের হাত ধরেই বদলেছে দেওলদের পারিবারিক সমীকরণ। বাবার প্রথম পরিবারের ঘনিষ্ঠ হয়েছেন হেমা মালিনীর দুই মেয়ে। আর পাশে না থেকেও বিশেষ বার্তায় অনেক কিছু বলে গেলেন ড্রিমগার্ল।
advertisement
3/7
অভিনেতার ৮৮তম জন্মদিনে পাশে ছিলেন না হেমা। ছেলে সানিকে নিয়ে জুহুর বাড়িতে সাততলা কেক কাটলেন ধর্মেন্দ্র। ভাসলেন আবেগে আদরে, ভালোবাসায়।
advertisement
4/7
জন্মদিনে "ডার্লিং পাপা"কে খোলাচিঠি লিখলেন এষা দেওল ও সানি দেওল। "গদর ২" অভিনেতা ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রের সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, "শুভ জন্মদিন বাবা। তোমাকে ভালবাসি।" বাবার সঙ্গে স্পেশ্যাল ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মেয়ে এষাও। মেয়ের কপালে স্নেহচুম্বন করছেন বাবা। মুখে আনন্দের হাসি। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, "শুভ জন্মদিন বাবা। তোমাকে ভালবাসি। আমি প্রার্থনা করি তুমি সবসময় সুখী, সুস্থ এবং শক্তিশালী থাকো।"
advertisement
5/7
পাশে না থাকলেও স্বামীর উদ্দেশে কি লিখলেন ‘ড্রিম গার্ল’?হেমা লেখেন, ‘‘আমার দীর্ঘদিনের জীবনসঙ্গীকে... তোমাকে সুখী, স্বাস্থ্যোজ্জ্বল এবং আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা। তোমার হৃদয় ধারণ করতে পারে আমার সমস্ত ভালবাসা তুমি পাও। এই দিনটা সুখে ভরে যাক। আমি শুধু এটাই বলতে চাই এবং আশা করছি তুমি দেখতে পাচ্ছ যে তুমি কতটা স্পেশাল।’’
advertisement
6/7
১৯৮০ সালে বিয়ে হয় ধর্মেন্দ্র-হেমা মালিনীর। যখন হেমার সঙ্গে বিয়ে হয়, সেই সময় প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত অভিনেতা। সেই সময় প্রথম স্ত্রীর সঙ্গে আইনত বিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন অভিনেতা। তাঁদের সম্পর্ক মানতে চায়নি হেমা মালিনীর পরিবার।
advertisement
7/7
ঠিক একই ভাবে আপত্তি জানান অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানরা। কিন্তু সময় যে বহতা। তার নিয়মে বদল হয় পরিস্থিতির। অভিনেতার প্রথম পক্ষের পরিবারের সঙ্গে স্বাভাবিক হয় সম্পর্ক, তবু হেমা মালিনীর সঙ্গে এক ছাদের তলায় থাকা হয়নি। তবে স্বামীকে কতটা ভালবাসেন হেমা অভিনেতার জন্মদিনেই বুঝিয়ে দিলেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
'আমার বহু বছরের প্রিয়তম জীবনসঙ্গী... শুধু এইটুকু বলতে চাই....!' ৮৮র ধর্মেন্দ্রকে 'ড্রিমগার্ল' হেমা কী লিখলেন জন্মদিনে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল